আরসিবির জার্সিতে সোনা ফলিয়েছেন যাঁরা

04 December 2023

নতুন বছরের শুরুতেই ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য বড় চমক। আসছে ক্রিকেটের মেগা ইভেন্ট আইপিএল।

যদিও এখনও ঠি়ক হয়নি দিনক্ষণ। তবে আইপিএলের মিনি নিলাম রয়েছে ১৯ ডিসেম্বর। দুবাইতে বসবে নিলামের আসর।

এই আবহে জেনে নিন আইপিএলের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে সর্বাধিক রান করেছেন কারা?

২০০৮ সাল থেকে আরসিবির জার্সিতে খেলছেন বিরাট কোহলি। এই দলকে নেতৃত্বও দিয়ে চলেছেন তিনি।

আরসিবির জার্সিতে ২৫২ ইনিংস খেলে ৭৬৮৭ রান করেছেন সকলের প্রিয় চেজ মাস্টার কোহলি।

\আরসিবির জার্সিতে সোনা ফলিয়েছেন অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েলও। মাত্র ৪২ ইনিংস খেলে ১২১৪ রানের রেকর্ড গড়েছেন তিনি।

বেঙ্গালুরুর হয়ে দুর্দান্ত সব ইনিংস উপ  ফাফ ডু প্লেসি। ২০২২ সালে আরসিবিতে এসেছেন। দুই মরসুমে খেলেছেন।

২০০৮ সাল ২০১০ পর্যন্ত আরসিবির হয়ে খেলেছেন জ্যাক কালিস। ৪৬ ম্যাচ থেকে তাঁর সঞ্চয় ১২৭১ রান।

আইপিএলের মঞ্চে ১৫৭ ম্যাচ খেলে ৪৫২২ রানের রেকর্ড গড়েছেন এবি ডিভিলিয়ার্স। ২০১১ থেকে ২০২১, মোট ১০ বছর আরসিবির হয়ে খেলেছেন তিনি।

এই তালিকায় রয়েছেন ক্রিস গেইলও। আরসিবির জার্সিতে ৯১ ম্যাচে ৩৪২০ রান করেছেন তিনি। খেলেছে ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত।