11 January 2024

৫১ নট আউট দ্যা ওয়াল! রইল দ্রাবিড়-বিজেতার লাভস্টোরি

Credit -  X

TV9 Bangla

দেখতে দেখতে ২০ বছর বিয়ের পর একসঙ্গে কাটিয়ে ফেলেছেন রাহুল দ্রাবিড় ও বিজেতা। আজ দ্রাবিড়ের ৫১তম জন্মদিনে ফিরে দেখা যাক তাঁর ও বিজেতার লাভ স্টোরি।

রাহুল দ্রাবিড় ও বিজেতা পেন্দেকারের আলাপ হয় ছেলেবেলাতেই। তাঁদের দু'জনের পরিবারের মধ্যে বন্ধুত্ব ছিল। সেখান থেকে রাহুল ও বিজেতার বন্ধুত্ব গাঢ় হয়। 

রাহুল দ্রাবিড় ও বিজেতার বাবা একসঙ্গে চাকরি করতেন। সেই সূত্রেই দুই পরিবারের আলাপ হয়। সেখান থেকে রাহুল ও বিজেতার পরিচয় হয়। 

বন্ধুত্ব গাঢ় হওয়ার পর রাহুল দ্রাবিড় ও বিজেতা পেন্দেকার প্রেমের সম্পর্কে জড়ান। লুকিয়ে লুকিয়ে তাঁরা একে অপরের সঙ্গে দেখা করতে থাকেন।

 রাহুল দ্রাবিড় ও বিজেতা পেন্দেকারের পরিবার যখন জানতে পারেন তাঁরা প্রেম করছেন এরপর দুই পরিবার তাঁদের বিয়ে ঠিক করে দেয়।

২০০২ সালে রাহুল ও বিজেতার বিয়ের দিনক্ষণ ঠিক হয়। কিন্তু ২০০৩ সালে বিশ্বকাপ ছিল। তার প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন রাহুল। অন্যদিকে বিজেতাও ডাক্তারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

রাহুলের বিশ্বকাপ ও বিজেতার ডাক্তারি পরীক্ষার জন্য তাঁদের বিয়ে পিছিয়ে যায়। ২০০২ সালের জায়গায় ২০০৩ সালে রাহুল ও বিজেতা সাতপাকে বাঁধা পড়েন।

মরাঠি রীতি মেনে রাহুল ও বিজেতার বিয়ে হয়েছিল। তাঁদের দুই পরিবারের নিকট আত্মীয় ও বন্ধুবান্ধবরা সেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।