অশ্বিনকে ছুঁয়ে ফেললেন বিষ্ণই, কী রেকর্ড গড়লেন ইয়ংস্টার?
04 December 2023
বিশ্বকাপের হারের পর ঘুরে দাঁড়িয়েছে ভারত। অজিদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া।
তরুণদের কাঁধে ভর দিয়ে এই সিরিজ হাসিল করেছে ভারত। একের পর এক দুরন্ত সব ইনিংস উপহার দিয়েছে নীল সাদা জার্সিরা।
দলকে নেতৃত্ব দিয়েছে সূর্যকুমার যাদব। এই সিরিজে একাধিক রেকর্ড গড়েছেন ভারতীয় তারকারা।
যার মধ্য়ে অন্যতম রবি বিষ্ণোই। ভারত-অস্ট্রেলিয়া সিরিজের শেষ ম্যাচে ভারতীয় স্পিনার ববিচন্দ্রন অশ্বিনকে ছুঁয়েছেন তিনি।
রবিবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টিতে রবিচন্দ্রন অশ্বিনের রেকর্ড স্পর্শ করেছেন।
দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে ভারতের হয়ে সর্বাধিক উইকেট নেওয়ার নজির স্পর্শ করেছেন বিষ্ণোই।
যে রেকর্ড আগে একমাত্র ছিল অশ্বিনের। এখন একই আসনে অশ্বিনের পাশে জায়গা করে নিয়েছেন আরও এক রবি ।
বিষ্ণোইয়ের পারফরম্যান্সে খুশি ভারতীয় স্পিনার অশ্বিনও। এ ছাড়া তাঁর প্রশংসা শোনা যায় অনীল কুম্বলের মুখেও।
আরও পড়ুন