চলতি জানুয়ারির ২৫ তারিখ থেকে শুরু হবে টিম ইন্ডিয়া ও ইংল্যান্ডের টেস্ট সিরিজ। আপাতত এই সিরিজের প্রথম ২ ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বোর্ড।
সেই স্কোয়াডে রয়েছে ভারতীয় তারকা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনের নাম। তিনি যদি ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট সিরিজের ৫টি ম্যাচই খেলতে পারেন, তা হলে গড়বেন একাধিক রেকর্ড।
প্রথমেই বলতে হয় রবিচন্দ্রন অশ্বিন যে মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন তা হল, টেস্ট ক্রিকেট কেরিয়ারে আর ১০টি উইকেট নিলেই তিনি হবেন ৫০০ উইকেটের মালিক।
ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন যদি ইংল্যান্ডের বিরুদ্ধে ৫টি টেস্টেই খেলার সুযোগ পান, তা হলে এই সিরিজের শেষ টেস্ট ম্যাচটি হবে তাঁর কেরিয়ারের ১০০তম টেস্ট।
এখনও অবধি দেশের অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ভারতের হয়ে ৯৫টি টেস্ট ম্যাচ খেলেছেন। তাতে ১৭৯ টি ইনিংসে অশ্বিন নিয়েছেন ৪৯০ টি উইকেট।
ইংল্যান্ডের বিরুদ্ধে এখনও অবধি ভারতীয় তারকা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ১৯ টি টেস্ট ম্যাচ খেলেছেন। তাতে ৩৫ টি ইনিংসে অশ্বিন নিয়েছেন ৮৮ টি উইকেট।
রবিচন্দ্রন অশ্বিনের ইংল্যান্ডের বিরুদ্ধে এ বারের ৫ ম্যাচের টেস্ট সিরিজে আর ১২টি উইকেট নিতে পারলেই গড়বেন এক রেকর্ড। তাঁর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ১০০ উইকেট পূর্ণ হবে।
টিম ইন্ডিয়ার সিনিয়র তারকা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ৯৫টি টেস্টে ৪৯০টি উইকেট নেওয়ার পাশাপাশি করেছেন ৩১৯৩ রান। সর্বাধিক ১২৪। রয়েছে ৫টি শতরান এবং ১৪টি অর্ধশতরান।