জাডেজার জাদু, ওডিআইতে গড়লেন নয়া রেকর্ড 

16 September 2023

ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা নয়া রেকর্ড গড়লেন। আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে ২০০টি উইকেট নেওয়ার নজির গড়েছেন তিনি।

বাংলাদেশের বিরুদ্ধে এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচে ১ উইকেট নিয়েছেন রবীন্দ্র জাডেজা। শামিম হোসেনের উইকেটটি আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে জাডেজার ২০০তম উইকেট।

সপ্তম ভারতীয় ক্রিকেটার হিসেবে ওডিআইতে ২০০টি উইকেট নেওয়ার নজির গড়লেন ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা।

আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়া ভারতীয় বোলারদের তালিকার শীর্ষে রয়েছেন অনিল কুম্বলে। তিনি ওডিআইতে ৩৩৭টি উইকেট নিয়েছেন।

অনিল কুম্বলে, হরভজন সিংয়ের পর তৃতীয় স্পিনার হিসেবে আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে ২০০টি উইকেট নিলেন বাঁ হাতি স্পিনার রবীন্দ্র জাডেজা।

৮৩-র বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেবের পর দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে এই কীর্তি অর্জন করেছেন রবীন্দ্র জাডেজা।

জাডেজার আগে এই তালিকায় রয়েছেন - অনিল কুম্বলে, জাভাগল শ্রীনাথ, অজিত আগরকর, জাহির খান, হরভজন সিং ও কপিল দেব।

কপিল দেবের পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে ওডিআইতে ২ হাজার রান ও ২০০টি উইকেট নেওয়ার নজির গড়েছেন রবীন্দ্র জাডেজা।