শাড়ি পরে ক্রিকেট খেলছেন জাডেজার স্ত্রী, রইল ভিডিয়ো
credit: instagram
TV9 Bangla
ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার স্ত্রী বেশ জনপ্রিয়। রিভাবা জাডেজা গুজরাটের বিজেপি বিধায়কও।
সময়-সুযোগ পেলেই রিভাবা জাডেজা পৌঁছে যান ভারতের খেলা দেখতে। এবং স্বামী জাডেজার হয়ে গলা ফাটাতে দেখা যায় তাঁকে।
এ বার দেখা গেল রিভাবা জাডেজাকেই ক্রিকেট খেলতে। জাড্ডুর স্ত্রীর ক্রিকেট খেলার এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
ক্রিকেট খেলার সময় রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবার পরনে ছিল সবুজ রংয়ের শাড়ি। অবশ্য শাড়ি পরে ক্রিকেট খেলতে রিভাবার কোনও অসুবিধে হয়নি বলেই দেখে মনে হচ্ছিল।
স্বামী রবীন্দ্র জাডেজার ভারতের অন্যতম জনপ্রিয় অলরাউন্ডার। তাঁর স্ত্রী যে একটু আধটু ক্রিকেট পারেন, তা ওই ভিডিয়ো দেখলেই বোঝা যায়।
কয়েকদিন আগে রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা তাঁর ইন্সটাগ্রামে তলোয়ার চালানোর কয়েকটি ছবি শেয়ার করেছিলেন। স্বামীর কাছ থেকে তিনি তলোয়ার চালানো শিখছেন।
অতীতে রিভাবা জাডেজাকে স্বামী রবীন্দ্র জাডেজার সঙ্গে ভারতের বিভিন্ন বিদেশ সফরে দেখা যেত। এখন সব সময় তিনি জাডেজার সঙ্গে বিদেশে যাওয়ার সুযোগ পান না।
গুজরাটের বিজেপি বিধায়ক হওয়ার সুবাদে রিভাবা জাডেজাকে দেখা যায় দলের একাধিক কর্মসূচিতে যোগ দিতে। রিভাবার ইন্সটাগ্রামে ঢুঁ মারলেই তাঁর বিভিন্ন কর্মসূচির ঝলক দেখা যায়।