পন্থ ইজ ব্যাক! ইডেনে ২৭ রান করে বীরুর রেকর্ড ভেঙে চুরমার করলেন
Image Credits: Getty Images, PTI
TV9 Bangla Desk
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ভারত খেলছে ইডেন গার্ডেন্সে। পরেরটা গুয়াহাটিতে।
ভারত-দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ
প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন ভারতের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ করেন ২৭ রান। আর তাতেই বীরেন্দ্র সেওয়াগের রেকর্ড ভেঙে দিয়েছেন পন্থ।
পন্থের রেকর্ড
ঋষভ পন্থ ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৪ বলে ২৭ রান করেন।
কত রান করলেন ঋষভ পন্থ?
পন্থের ব্যাটে ২৭ রানের মধ্যে রয়েছে ২টি চার ও ২টি ছয়। আর এই ২ ছয়ের সুবাদে পন্থ ভেঙেছেন সেওয়াগের রেকর্ড।
কোন রেকর্ড গড়লেন ঋষভ পন্থ?
এই ম্যাচের আগে অবধি ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ডে যুগ্মভাবে ছিলেন পন্থ ও সেওয়াগ।
পন্থ-সেওয়াগ এক আসনে ছিলেন...
এখনও অবধি টেস্ট ক্রিকেটে ঋষভ পন্থের মারা ছয়ের সংখ্যা ৯২টি। আর সেখানে সেওয়াগের ঝুলিতে রয়েছে ৯০টি ছয়।
টেস্টে পন্থ ক'টি ছয় মেরেছেন?
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টেস্টে ছয় মারার তালিকায় শীর্ষে উঠলেও সবমিলিয়ে ক্রিকেট বিশ্বে এই তালিকার সাতে পন্থ।
সবমিলিয়ে ক্রিকেট বিশ্বে এই বিভাগে পন্থ কোন জায়গায়?
এই বিভাগে বিশ্বরেকর্ড রয়েছে ইংল্যান্ডের বেন স্টোকসের নামে। তিনি টেস্টে ১৩৬টি ছয় মেরেছেন।
টেস্টে ক্রিকেট বিশ্বে কার ব্যাটে সবচেয়ে বেশি ছয়?
জুলাইয়ে ইংল্যান্ড সফরে গিয়ে চোট পাওয়ার পর দেশের জার্সিতে ফের টেস্টে খেলতে দেখা যাচ্ছে পন্থকে। এই ম্যাচে খেলার আগে পন্থ বেঙ্গালুরুতে ভারত-এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে ২টো ম্যাচ খেলেছেন।