সাইকেল চালাচ্ছেন ঋষভ পন্থ!

30 August 2023

Pic credit -   Instagram

একটা সময় ছিল যখন ক্রাচ ছাড়া এক পা হাঁটতে পারতেন না ঋষভ পন্থ। সেই অবস্থা পার করে দ্রুত সুস্থ হয়ে ওঠার পথে এগোচ্ছেন ঋষভ। তার প্রমাণ দিলেন ইনস্টাগ্রামে

বেঙ্গালুরুর জাতীয় অ্যাকাডেমিতে রিহ্যাব চলছে ঋষভের। ২২ গজে কামব্যাকের জন্য দিন রা পরিশ্রম করছেন তিনি। তার ফলও মিলছে হাতেনাতে।

রিহ্যাবে সাইক্লিংয়ের ভিডিয়ো শেয়ার করেন ঋষভ। কালো শর্টস এবং নীল শার্ট পরে থাকা ক্রিকেটার প্রশিক্ষকের তত্ত্বাবধানে সাইক্লিং করে গেলেন

এনসিএ-র জিমে শারীরিক কসরত করেন ক্রিকেটার। তবে সঙ্গে সবসময়ই থাকেন প্রশিক্ষক। ভারোত্তোলন করেন প্রশিক্ষকের তত্ত্বাবধানেই

এনসি-র সিঁড়ি বেয়ে একসময় খুব কষ্ট করে উঠতে হত তাঁকে। এখন সেসবের বালাই নেই। সিঁড়ি বেয়ে অনায়াসে গটগট করে হেঁটে উপর নীচে চলাফেরা করেন

অস্ত্রোপচারের পরপর ক্রাচে ভর করে হাঁটতেন। সেটিও খুব সময়ের জন্য। দ্রুত অবলম্বন ছেড়ে নিজ পায়ে হাঁটতে শুরু করেন পন্থ। তাঁকে দ্রুত সুস্থ হতে দেখে খুশি ক্রিকেট জগত

এশিয়া কাপের আগে বেঙ্গালুরুর আলুরে চলছিল ভারতীয় দলের শিবির। সতীর্থদের সঙ্গে সাক্ষাৎ করতে সেখানে পৌঁছে যান ঋষভ। খুনসুটি, আড্ডার পাশাপাশি অনুশীলন দেখেন 

যতই দ্রুত সুস্থ হোন, এখনই ২২ গজে ফিরছেন না পন্থ। এ বছর তো নয়ই, আগামী বছর আইপিএল খেলতে পারবেন কি না সন্দেহ। ঘরের মাঠে বিশ্বকাপ খেলার স্বপ্নও ভেঙে গিয়েছে তাঁর