29 December 2023
শুধু কি রাবাডার বলেই কেঁপে ওঠেন রোহিত?
Credit -
X
TV9 Bangla
বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে ভারতীয় দল। সেখানে প্রোটিয়াদের বিরুদ্ধে বক্সিং ডে টেস্ট খেলছে মেন ইন ব্লু।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসেই নিরাশ করেন রোহিত শর্মা। এদিন ১৪ বলে মাত্র ৫ রানে আউট হয়ে যান তিনি।
এদিন কাগিসো রাবাডার বলে পুল করতে গিয়ে নান্দ্রে বার্গারের হাতে ধরা দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান ভারতীয় অধিনায়ক।
দ্বিতীয় টেস্টেও প্রায় একই চিত্র। রাবাডার বলে যেন কেঁপে উঠছেন রোহিত। এদিন রাবাডার বলে খাতাই খুলতে পারেননি হিটম্যান।
খালি হাতেই শেষমেশ মাঠ ছাড়েন। এই নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত শর্মাকে ১৩তম বার আউট করলেন কাগিসো রাবাডা।
এটাই কোনও বোলারের সর্বোচ্চ রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে কেউই রাবাডার চেয়ে বেশি বার রোহিতকে ড্রেসিংরুমে ফেরাতে পারেননি।
ক্রিকেটের ভাষায় রোহিত এখন রাবাডার বানি। এর আগে টিম সাউদি রোহিতকে ফিরিয়েছেন ১২ বার।
তবে এদিন রাবাডা তাঁকে ছাপিয়ে গিয়েছেন। রোহিতকে ১০ বার আউট করেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ৯ বার নাথান লিয়ন।
আরও পড়ুন