ক্রিকেটের নন্দনকাননে এবিডিকে ছুঁলেন রোহিত
06 November 2023
ক্রিকেটের নন্দনকাননে রবিবার ছিল ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ। টানা ৭টি ম্যাচ জেতার পর প্রোটিয়াদের বিরুদ্ধে নেমেছিল মেন ইন ব্লু।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিং নেয় ভারত। শুভমন গিল ও রোহিত শর্মার ওপেনিং জুটিতে ভারতের শুরুটা ভালোই হয়েছিল।
ক্রিকেটের নন্দনকাননে ভারতের দলগত ৬২ রানের মাথায় রোহিতের উইকেট তুলে নেন রাবাডা। ওপেনিংয়ে নেমে ৪০ রান করেন রোহিত।
প্রোটিয়াদের বিরুদ্ধে রোহিতের এই ৪০ রানের মধ্যে ছিল ২টি ছয়। যার মাধ্যমে প্রোটিয়া কিংবদন্তি এবিডিকে ছুঁলেন রোহিত শর্মা।
এক ক্যালেন্ডার বর্ষে আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড এতদিন ছিল এবি ডে ভিলিয়ার্সের নামে (২০১৫ সালে ওডিআইতে ৫৮টি ছয়)।
ভারত অধিনায়ক রোহিত শর্মা চলতি বছরে ওডিআইতে এখনও অবধি ৫৮টি ছয় মেরেছেন। তাতেই তিনি স্পর্শ করেছেন এবিডিকে।
লুনগি এনগিডির বলে ২টি ছয় মারেন রোহিত। আর ছুঁয়ে ফেলেন এবি ডে ভিলিয়ার্সকে। আজ বিরাটের জন্মদিন। প্রিয় বন্ধুর খেলা দেখতে ইডেনে হাজির ছিলেন এবিডি।
ভারত ৫ উইকেটে ৩২৬ রান তুলেছিল। জবাবে প্রোটিয়ারা ২৭.১ ওভারে অলআউট হয়ে যায়। বিরাট নিজের জন্মদিনে সচিনের ৪৯তম ওডিআই সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেছেন। ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছেন কোহলি।
খেলার আরও ওয়েব স্টোরি দেখুন