Rohit Sharma in asia cup final

মেন ইন ব্লুর রোড টু এশিয়া কাপ ফাইনাল...

17 September 2023

_Asia Cup Trophy

এ বারের এশিয়া কাপের ফাইনালে ওঠা প্রথম দল রোহিত শর্মার ভারত। মোট সাত বার এশিয়া কাপ জিতেছে ভারত। টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ভারত।

Indian Team in Asia Cup Final 2023

কোন পথে এ বারের এশিয়া কাপের ফাইনালে উঠল রোহিত শর্মার ভারত? এক ঝলকে রইল মেন ইন ব্লুর এশিয়া কাপের রোড টু ফাইনাল।

How to India reach in asia cup final

গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচ ছিল। সেই ম্যাচ বৃষ্টির কারণে নিষ্ফলা ছিল। ভারতের ইনিংস হয়েছিল। কিন্তু বৃষ্টির ফলে পাকিস্তানের ইনিংস হয়নি।

এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারতের দ্বিতীয় প্রতিপক্ষ ছিল টুর্নামেন্টে অভিষেক হওয়া দল নেপাল। সেই ম্যাচে ভারত দাপট দেখিয়ে ১০ উইকেটে জিতে সুপার ফোরে উঠেছিল।

এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচ ছিল। সেই ম্যাচে বাবর আজমের দলের বিরুদ্ধে শতরান হাঁকান বিরাট কোহলি।

পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে বিরাটের পাশাপাশি লোকেশ রাহুলও সেঞ্চুরি হাঁকান। সেই ম্যাচে ২২৮ রানে জেতে ভারত।

এশিয়া কাপের সুপার ৪-এ এরপর দাসুন শানাকার শ্রীলঙ্কাকে ৪১ রানে হারায় ভারত। গতবারের এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কা হারিয়েছিল ভারতকে। এ বার সেই হারের বদলা নিলেন রোহিতরা।

এশিয়া কাপের সুপার ফোরে সাকিব আল হাসানের বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচে হারেন রোহিত শর্মারা। সেই ম্যাচে শতরান করেন শুভমন গিল। ওই ম্যাচে ৬ রানে হারে টিম ইন্ডিয়া।