কিউয়িদের বিরুদ্ধে সেমিফাইনালে রোহিতের রেকর্ডনামা...
16 November 2023
মুম্বইয়ের ওয়াংখেড়েতে এবারের বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ছিল। তাতে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। এই ম্যাচে হাফসেঞ্চুরি হাতছাড়া করেন রোহিত। কিন্তু গড়েছেন কয়েকটি রেকর্ড।
বিশ্বকাপের সেমিফাইনালে মুম্বইতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের নেতা রোহিত শর্মা।
ওডিআই বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারত অধিনায়ক রোহিত শর্মা ২৯ বলে ৪৭ রান করে মাঠ ছাড়েন। তাঁর এই ইনিংসে রয়েছে ৪টি চার ও ৪টি ছয়।
বিশ্বকাপে সবচেয়ে বেশি ছয় মারা ক্রিকেটারদের তালিকায় শীর্ষে পৌঁছে গিয়েছেন রোহিত শর্মা। এতদিন পর্যন্ত বিশ্বকাপে সবচেয়ে বেশি ছয়ের রেকর্ড ছিল ক্রিস গেইলের। ২৭টি ইনিংসে রোহিত মেরেছেন ৫১টি ছক্কা।
একদিনের বিশ্বকাপে অধিনায়ক হিসেবে চতুর্থ দ্রুততম ২ হাজার রান করেছেন রোহিত শর্মা। বিশ্বকাপের ৪৩তম ইনিংসে এই রেকর্ড গড়লেন রোহিত শর্মা। এই তালিকায় শীর্ষে বাবর আজম।
ভারতের সবচেয়ে বয়স্ক অধিনায়ক হিসেবে বিশ্বকাপ সেমিফাইনালে খেললেন রোহিত শর্মা। সেমিফাইনালের দ্বৈরথের দিন রোহিতের বয়স ৩৬ বছর ২০২ দিন।
মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, মহম্মদ আজহারউদ্দিন, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড় ও সচিন তেন্ডুলকরের পর ভারতের সপ্তম ক্যাপ্টেন হিসেবে ওডিআইতে ২ হাজার রান করলেন রোহিত শর্মা।
এ বারের ওডিআই বিশ্বকাপে সেমিফাইনাল ম্যাচ অবধি মোট ৫৫০ রান করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। গড় ৫৫.০০।