প্রোটিয়াদের দেশে যাওয়ার আগে জিমে গা ঘামাচ্ছেন রোহিত শর্মা
credit: X
TV9 Bangla
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আজ সন্ধেয় প্রোটিয়াদের ঘরের মাটিতে শুরু হবে ভারতের টি-২০ সিরিজ। এই সিরিজে খেলবেন না রোহিত শর্মা।
তিন ম্যাচের টি-২০ সিরিজের পর, ভারত ও দক্ষিণ আফ্রিকা ৩ ম্যাচের ওডিআই সিরিজ খেলবে। সব শেষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলে দেশে ফিরবে টিম ইন্ডিয়া।
প্রোটিয়াদের দেশে যাওয়ার আগে এ বার জিমে মনোযোগ দিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ইন্সটাগ্রামে নিজের জিম সেশনের কয়েকটি ছবি শেয়ার করেছেন রোহিত।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের পর, ওডিআই সিরিজে খেলবেন না রোহিত শর্মা। তাঁকে অ্যাকশনে দেখা যাবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ২ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২৬ ডিসেম্বর। বিশ্বকাপ ফাইনালের পর ২৬ ডিসেম্বর আবার ভারতীয় দলের হয়ে খেলবেন রোহিত।
১৯ নভেম্বর ওডিআই বিশ্বকাপ ফাইনালের পর ছুটিতে গিয়েছিলেন রোহিত শর্মা। এ বার আবার ক্রিকেটে ফেরার পালা। তাই জিমে মন দিতে দেখা যাচ্ছে ভারতের ক্যাপ্টেনকে।
আগামী বছর রয়েছে টি-২০ বিশ্বকাপ। সেখানে রোহিত শর্মাকে ভারতের অধিনায়ক হিসেবে দেখা যাবে কিনা, তা এখনও নিশ্চিত নয়। কিন্তু তিনি নিজেকে সবকিছুর জন্য তৈরি রাখছেন।
দক্ষিণ আফ্রিকার মাটিতে কখনও কোনও টেস্ট সিরিজ জিততে পারেনি টিম ইন্ডিয়া। রোহিত শর্মার নেতৃত্বে সেই অপ্রাপ্তি পূর্ণ হয় কিনা সেটাই দেখার।