বিরাট-ধোনিরও নেই এই রেকর্ড, তা গড়তে চলেছেন রোহিত শর্মা
Credit - X
TV9 Bangla
ভারতের অধিনায়ক রোহিত শর্মা দীর্ঘদিন পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের মঞ্চে ফিরেছেন। আফগানদের বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলছেন তিনি।
আজ, রবিবার ইন্দোরে রয়েছে টিম ইন্ডিয়া এবং আফগানিস্তানের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। তাতে একটি রেকর্ড গড়তে চলেছেন রোহিত শর্মা।
রোহিত শর্মা রবি-রাতে আফগানদের বিরুদ্ধে যে রেকর্ড গড়তে চলেছেন, তা বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনির নামেও নেই।
আসলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে আজ, রবিবার ১৫০তম ম্যাচ খেলতে চলেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা।
রোহিত শর্মাই প্রথম পুরুষ ক্রিকেটার হতে চলেছেন, যিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫০তম ম্যাচ খেলবেন।
এখনও অবধি ভারতের হয়ে রোহিত শর্মা ১৪৯ টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন। তাতে রোহিত শর্মা করেছেন ৩৮৫৩ রান।
৪২৭ দিন পর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ফেরা রোহিত শর্মার কামব্যাকটা খুব একটা ভালো হয়নি। আফগানদের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে রান আউট হয়েছিলেন তিনি।
এ বার দেখার আফগানিস্তানের বিরুদ্ধে রবি-রাতে ইন্দোরে রোহিত শর্মা কেমন পারফর্ম করেন। এবং ক্রিকেট প্রেমীদের নজর থাকবে এই ম্যাচ জিতে ভারত সিরিজ পকেটে পুরে ফেলে কিনা।