ভারতের জার্সিতে টি-২০তে ক্যাপ্টেন রোহিতের রেকর্ডনামা...
Credit - X
TV9 Bangla
দীর্ঘ ১ বছর দেড় মাস পর ভারতের হয়ে ফের টি-২০ ক্রিকেটের আঙিনায় ফিরছেন রোহিত শর্মা। ২০২৩ সালে ভারতের হয়ে একটিও টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি রোহিত শর্মা।
দেশের হয়ে ২০২২ সালের ১০ নভেম্বর অ্যাডিলেডে শেষ বার টি-টোয়েন্টি ম্যাচে খেলেছিলেন রোহিত শর্মা। নতুন বছরে ফের রোহিতকে দেখা যাবে টি-২০ ক্রিকেটে।
এ বার ১১ জানুয়ারি থেকে দেশের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে যে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে, তাতে ক্যাপ্টেন হিসেবেই ফিরছেন রোহিত শর্মা।
দেশের জার্সিতে এখনও অবধি ৫১টি টি-টোয়েন্টি ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন রোহিত শর্মা। তাতে জয় ৩৯টি, হার ১২টি। নেতা হিসেবে রোহিতের জয়ের শতকরা হার ৭৬.৪৭।
২০০৭ সাল থেকে ভারতের হয়ে টি-২০ ফর্ম্যাটে খেলছেন রোহিত শর্মা। এখনও অবধি তিনি টিম ইন্ডিয়ার হয়ে ১৪৮টি টি-২০ ম্যাচে খেলেছেন।
টিম ইন্ডিয়ার হয়ে ১৪৮টি টি-টোয়েন্টি ম্যাচে ৩৮৫৩ রান করেছেন রোহিত শর্মা। তাতে রোহিতের ব্যাটে এসেছে ৪টি শতরান এবং ২৯টি অর্ধশতরান।
মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচ বার আইপিএল খেতাব জিতিয়েছেন রোহিত শর্মা। দেশের হয়ে এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে বেশ সফল রোহিত শর্মা।
এবছর রয়েছে টি-২০ বিশ্বকাপ। সেই কথা মাথায় রেখেই টি-২০ ফর্ম্যাটে রোহিতকে ফিরিয়েছে বোর্ড। এবার দেখার তিনি নতুন বছরে ভারতের হয়ে টি-২০ ক্রিকেটে কেমন পারফর্ম করেন।