রাহুলের টি-২০ রেকর্ড ভেঙে এলিট গ্রুপে ঋতুরাজ

02 December 2023

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের এক ম্যাচ বাকি থাকতেই জিতেছে ভারত। এই ম্যাচে এক রেকর্ড গড়েছেন ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়।

রায়পুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে লোকেশ রাহুলের এক রেকর্ড ভেঙেছেন দলের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। 

চতুর্থ টি-টোয়েন্টিতে ২৮ বলে ৩২ রান করেন ঋতুরাজ গায়কোয়ড়। চলতি সিরিজে ঋতু ভালো ছন্দে রয়েছেন। সিরিজের তৃতীয় ম্যাচে শতরান করেছিলেন তিনি।

ঋতুরাজ গায়কোয়াড় পুরুষদের টি-২০ ক্রিকেটে দ্রুততম ৪০০০ রান করা ক্রিকেটারদের তালিকায় লোকেশ রাহুলকে টপকে গিয়েছেন।

টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ৪০০০ রান করতে টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় সময় নিয়েছেন ১১৬টি ইনিংস।

টিম ইন্ডিয়ার ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়ের থেকে একটি বেশি ইনিংস, অর্থাৎ ১১৭টি ইনিংসে ৪০০০ রান পূর্ণ করেছিলেন লোকেশ রাহুল।

চলতি অস্ট্রেলিয়া সিরিজে দুরন্ত ছন্দে রয়েছেন ঋতুরাজ। তিনি চারটি ম্যাচে ২১৩ রান করেছেন। রায়পুরে চতুর্থ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত ২০ রানে জিতেছে।

এই প্রথম অধিনায়ক হিসেবে জাতীয় দলকে নেতৃত্ব দিলেন সূর্যকুমার যাদব। আর অধিনায়ক হিসেবে অভিষেক সিরিজেই জয়ের স্বাদ পেলেন স্কাই।