কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিলেন সচিন, সঙ্গী কপিল-সানিরা

23 September 2023

বর্তমানে বারাণসীতে রয়েছেন ভারতের একাধিক কিংবদন্তি ক্রিকেটার। এ বার কাশীর বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে দেখা গেল কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে।

সোশ্যাল মিডিয়ায় সম্প্রকি এক ভিডিয়ো ভাইরাল। যেখানে দেখা গিয়েছে সচিন কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিচ্ছেন। তাঁর পিছনে দাঁড়িয়ে রয়েছেন জয় শাহ। কপিল-সানিদেরও ওই ভিডিয়োতে দেখা গিয়েছে।

মহাদেবের শহর কাশী। সেখানে বিশ্বনাথ মন্দিরে গিয়ে মহাদেবের মাথায় দুধ ঢেলেছেন ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর।

কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার পর সচিন তেন্ডুলকর, রবি শাস্ত্রী, কপিল দেবদের উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়।

বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির থেকে বেরনোর পর রবি শাস্ত্রী, সচিন তেন্ডুলকরদের সঙ্গে কথা বলেন মন্দিরের দায়িত্বে থাকা কর্তারা।

ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর, রবি শাস্ত্রী, কপিল দেব, সুনীল গাভাসকররা কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার পর পৌঁছে যান বারাণসী স্টেডিয়ামের শিলান্যাস অনুষ্ঠানে।

সচিন তেন্ডুলকর তাঁর সোশ্যাল মিডিয়ায় রবি শাস্ত্রী, সুনীল গাভাসকর, দিলীপ বেঙ্গসরকরের সঙ্গে এই ছবি শেয়ার করে ভারতের আসন্ন বিশ্বকাপ জয় নিয়ে আশা প্রকাশ করেছেন। 

আজ বারাণসীতে নতুন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে 'নমো' লেখা ভারতের জার্সি তুলে দিয়েছেন সচিন।

বারাণসীতে নতুন যে ক্রিকেট স্টেডিয়াম তৈরি হবে তাতে থাকবে মহাদেবের ছায়া। এই স্টেডিয়ামের শিলান্যাস অনুষ্ঠানে সে কথা জানান মোদী।