এশিয়াডে 'সোনার' সাই, অজিদের বিরুদ্ধে দলে মিলল না ঠাঁই
23 November 2023
আজ, বৃহস্পতিবার থেকে ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। তাতে অনেক সিনিয়র ক্রিকেটার বিশ্রামে। ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব।
ঋতুরাজ গায়কোয়াড়, তিলক ভার্মাদের মতো তরুণ ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে সুযোগ পেয়েছেন।
আইপিএলে নজরকাড়া রিঙ্কু সিংও রয়েছেন অজিদের বিরুদ্ধে টি-২০ সিরিজের স্কোয়াডে। ঋতুরাজ, রিঙ্কুরা অক্টোবরে এশিয়ান গেমসে খেলেছিলেন।
একঝাঁক তরুণ তুর্কিকে অজিদের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য নেওয়া হলেও, ২৭ বছর বয়সী বোলার সাই কিশোরের জায়গা হয়নি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তরুণ ক্রিকেটার সাই কিশোর গুজরাট টাইটান্সের হয়ে খেলেন। সেখানে তিনি নজর কাড়ায় সুযোগ পেয়েছিলেন এ বারের এশিয়াডে।
এশিয়ান গেমসে বল হাতে নজর কেড়েছিলেন সাই কিশোর। শুধু তাই নয়, তাঁর দাপুটে বোলিংয়ের সুবাদে এশিয়াডে সোনাও জেতে ভারত।
হানঝাউতে এশিয়ান গেমসের সময় প্রথম বার দেশের জার্সিতে খেলার সুযোগ পেয়েছিলেন সাই কিশোর। জাতীয় সংগীতের সময় যে কারণে, তাঁর চোখে জল এসেছিল।
ভাগ্যের কী পরিহাস! এক মাসের মধ্যে বদলে গেল সাই কিশোরের ভাগ্য। এশিয়ান গেমসে সোনা জেতানো সাই কিশোরকে দলে নেওয়ার কথাই ভাবলেন না নির্বাচকরা।
খেলার আরও ওয়েব স্টোরি দেখুন