'লোকে আমাকে দুর্ভাগা ক্রিকেটার বলে', কেন এমন বললেন সঞ্জু স্যামসন?
24 November 2023
ভারতীয় তারকা ক্রিকেটার সঞ্জু স্যামসন ফের একবার আলোচনায়। দেশের মাটিতে হওয়া বিশ্বকাপে তিনি খেলার সুযোগ পাননি। চলতি ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজেও সুযোগ পাননি।
সম্প্রতি সঞ্জু স্যামসন নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁকে অনেকেই দুর্ভাগা ক্রিকেটার বলেন। সেই ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।
এই প্রসঙ্গে সঞ্জু বলেন, 'লোকে আমাকে দুর্ভাগা ক্রিকেটার বলে। কিন্তু আমি মনে করি, যে জায়গায় বর্তমানে পৌঁছেছি, তা আমি যা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি।'
সাদা বলের ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করার পরও চলতি বছরের এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপে ভারতের হয়ে খেলার সুযোগ পাননি সঞ্জু স্যামসন।
ভারতের যে কোনও দ্বিপাক্ষিক সিরিজের স্কোয়াড ঘোষণা হলেই সঞ্জু স্যামসনের ভক্তরা তাঁর নাম খোঁজেন। কিন্তু বেশিরভাগ সময়েই সঞ্জুর নাম দেখতে পান না। তাঁরা সরবও হন।
বর্তমানে সঞ্জু স্যামসন কেরালার হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলছেন। তার আগে কেরালার হয়ে তিনি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও খেলেছেন।
আইপিএলে তিনি খেলেন রাজস্থান রয়্যালসের হয়ে। ওই টিমের ক্যাপ্টেন তিনি। ঘরোয়া ক্রিকেটেও কেরালার নেতৃত্ব দেন তিনি। কিন্তু জাতীয় দলে দীর্ঘদিন সুযোগ পাচ্ছেন না।
২০১৫ সালে জাতীয় দলে সঞ্জু স্যামসনের অভিষেক হয়েছিল। এখনও অবধি অবশ্য তিনি ১৩টি ওডিআই এবং ২৪টি টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন।