মহা ধুমধামে দ্বিতীয় বিয়ে শাহিনের, মেয়ে-জামাইকে নিয়ে বিরাট খুশি আফ্রিদি
22 September 2023
ধুমধাম করে দ্বিতীয় বার বিয়ে করলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদি। শাহিদ আফ্রিদির মেয়ে আনসার সঙ্গে শাহিনের বিয়ের একাধিক ছবি ভাইরাল।
শাহিন শাহ আফ্রিদি এবং আনসা আফ্রিদির বিয়ের ভিডিয়ো এবং একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাঁদের রিসেপশনও হয়েছে বিরাট ধুমধাম করে।
পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে দেখা গিয়েছিল শাহিন শাহ আফ্রিদি ও আনসা আফ্রিদির বিয়েতে। এর আগে শাহিনের প্রথম বিয়েতেও বাবর গিয়েছিলেন।
পাকিস্তানের তারকা ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদি নিজের রিসেপশনের দিন পরেছিলেন কালো রংয়ের কোট ও প্যান্ট।
মেয়ে আনসা ও জামাই শাহিনের রিসেপশনে শাহিদ পরেছিলেন কালো রংয়ের কোট। প্রাক্তন পাক তারকা শাহিদ আফ্রিদিকে জামাই শাহিনের সঙ্গে হাসিমুখে পোজ দিতেও দেখা গিয়েছে।
শাহিন শাহ আফ্রিদির পাক টিমের সতীর্থরা উপস্থিত ছিলেন তাঁর রিসেপশনে। শাদাব খান, ইমাম উল হক, বাবর আজমদের একসঙ্গে দেখা গিয়েছে ভাইরাল ভিডিয়ো।
বুদাপেস্ট বিশ্ব মিটে রূপো পাওয়া পাকিস্তানের তারকা জ্যাভলিন থ্রোয়ার আর্শাদ নাদিমকে দেখা গিয়েছে শাহিন শাহ আফ্রিদির রিসেপশনে।
ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, শাহিন শাহ আফ্রিদিকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আর্শাদ নাদিম।
খেলার আরও ওয়েব স্টোরি