Shahid Afridi with Shaheen Shah Afridi and Ansha Afridi

মহা ধুমধামে দ্বিতীয় বিয়ে শাহিনের, মেয়ে-জামাইকে নিয়ে বিরাট খুশি আফ্রিদি

22 September 2023

Shahid Afridi with Shaheen Shah Afridi and Ansha Afridi during their wedding

ধুমধাম করে দ্বিতীয় বার বিয়ে করলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদি। শাহিদ আফ্রিদির মেয়ে আনসার সঙ্গে শাহিনের বিয়ের একাধিক ছবি ভাইরাল।

Shaheen Shah Afridi and Ansha Afridi's reception

শাহিন শাহ আফ্রিদি এবং আনসা আফ্রিদির বিয়ের ভিডিয়ো এবং একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাঁদের রিসেপশনও হয়েছে বিরাট ধুমধাম করে।

Babar Azam attends Shaheen Shah Afridi's wedding

পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে দেখা গিয়েছিল শাহিন শাহ আফ্রিদি ও আনসা আফ্রিদির বিয়েতে। এর আগে শাহিনের প্রথম বিয়েতেও বাবর গিয়েছিলেন।

পাকিস্তানের তারকা ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদি নিজের রিসেপশনের দিন পরেছিলেন কালো রংয়ের কোট ও প্যান্ট। 

মেয়ে আনসা ও জামাই শাহিনের রিসেপশনে শাহিদ পরেছিলেন কালো রংয়ের কোট। প্রাক্তন পাক তারকা শাহিদ আফ্রিদিকে জামাই শাহিনের সঙ্গে হাসিমুখে পোজ দিতেও দেখা গিয়েছে। 

শাহিন শাহ আফ্রিদির পাক টিমের সতীর্থরা উপস্থিত ছিলেন তাঁর রিসেপশনে। শাদাব খান, ইমাম উল হক, বাবর আজমদের একসঙ্গে দেখা গিয়েছে ভাইরাল ভিডিয়ো।

Shaheen Shah Afridi with his teammate

Shaheen Shah Afridi with his teammate

বুদাপেস্ট বিশ্ব মিটে রূপো পাওয়া পাকিস্তানের তারকা জ্যাভলিন থ্রোয়ার আর্শাদ নাদিমকে দেখা গিয়েছে শাহিন শাহ আফ্রিদির রিসেপশনে।

arshad nadeem in Shaheen Shah Afridi's reception

arshad nadeem in Shaheen Shah Afridi's reception

ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, শাহিন শাহ আফ্রিদিকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আর্শাদ নাদিম। 

Pak Javelin star arshad nadeem in Shaheen Shah Afridi's reception

Pak Javelin star arshad nadeem in Shaheen Shah Afridi's reception