২২ গজ থেকে দীর্ঘদিন দূরে। তা বলে ফ্যানদের বিনোদন দিতে কসুর করেন না শিখর ধাওয়ান। গব্বরের ইনস্টাগ্রাম যেন বিনোদনের জায়গা। চমকে দেওয়া রিলস ভিডিয়ো বানিয়ে শিরোনামে থাকেন
সম্প্রতি ইনস্টাগ্রামে স্কুবা ডাইভিংয়ের একটি ভিডিয়ো পোস্ট করেছেন শিখর। সমুদ্রের নীচের জগতে ডুব দিয়েছিলেন তিনি। কী কী দেখলেন, কোনও বিপদের সম্মুখীন হলেন কি না-- সবটাই শেয়ার করেছেন
ভিডিয়োর প্রথমেই দেখা যাচ্ছে সবরকম সেফটি উপকরণ পরে সমুদ্রে নামার তোড়জোড় করছেন শিখর। পরক্ষণেই দেখা যাচ্ছে সমুদ্রে নেমে পড়েছেন তিনি। জলের নীচে একটি বিশাল মাছ দেখতে পান শিখর। দেখে সেটিকে তিমি হাঙ্গর মনে হয়েছে
তিমি হাঙ্গরের সঙ্গেই ডাইভিং করছিলেন। মাঝে মাঝে তিমি হাঙ্গরকে ছোঁয়ার চেষ্টা করছিলেন শিখর। ভিডিয়ো দেখে গা শিউরে উঠেছে নেটিজেনদের।
যদিও হোয়েল শার্ক তিমি বা হাঙ্গর কোনওটাই নয়। এটি বিশাল আকারের মাছ। তিমি হাঙ্গর কখনই মানুষকে আক্রমণ করে না। বিশালাকার চেহারার জন্য এটির নাম Whale Shark।
ভারতীয় দলের একসময়ের ব্যস্ত ক্রিকেটারের এখন অঢেল সময়। জাতীয় দলে সুযোগ পান না দীর্ঘদিন। এখন আইপিএলের মরসুমও নয়। শিখর সময় কাটাচ্ছেন নিজের মতো করে
সম্প্রতি এশিয়ান গেমস ও এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। দুটির কোনওটিতেই শিখর জায়গা পাননি। ওডিআই বিশ্বকাপের ভাবনাতেও তিনি নেই। জানিয়ে দিয়েছে বোর্ড।
বিসিসিআই ব্রাত্য করে রাখলেও শিখরের ফ্যানরা কিন্তু লয়্যাল। ক্রিকেটারকে আরও একটা সুযোগ দেওয়ার লাগাতার আবেদন করে যাচ্ছেন। এখনও ঘরের মাঠে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেন তিনি
কেরিয়ারের পাশাপাশি ধাওয়ানের ব্যক্তিগত জীবনেও সমস্যা চলছে। স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে কবেই। ছেলে জোরাবরের কাস্টডি নিয়ে মামলা চলছে। ছেলেকে কাছে পেতে মরিয়া ধাওয়ান