Rakhi

এক হজারো মে মেরি বেহনা...

30 August 2023

Pic credit -   Instagram

Rakhi

দেশজুড়ে সমারোহে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব। ভাইয়ের দীর্ঘায়ু কামনায় স্নেহের রাখি পরিয়ে দিচ্ছেন দিদি, বোনেরা। শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থদের মতো ক্রিকেটাররা বোনের হাতে রাখি পরলেন

Shreyas Iyer with sister

শ্রেয়স আইয়ার দিনটি পালন করলেন বোন শ্রেষ্ঠার সঙ্গে। বোনের হাতে রাখি বাঁধার সময় মুহূর্তটির ভিডিয়ো তুলে রেখেছেন তাঁরা। শ্রেষ্ঠার ইনস্টাগ্রামে ভিডিয়োটি আপলোড করা হয়েছে      

ভিডিয়োতে দেখা যাচ্ছে রাখি বাঁধার সময় বোনের সঙ্গে ক্রমাগত খুনসুটি করে যাচ্ছেন শ্রেয়স। তাতে এতটুকু বিরক্ত হননি শ্রেষ্ঠা। বিশেষ দিনে রাখি পরিয়ে মিষ্টি খাইয়ে দিলেন ভাইকে

Shreyas Iyer with sister (1)

Shreyas Iyer with sister (1)

শ্রেষ্ঠা একজন ডান্সার-কোরিওগ্রাফার। শ্রেয়সও নাচ ভালোবাসেন। দুই ভাই বোন মিলে নাচের ভিডিয়ো পোস্ট করেন। শ্রেষ্ঠার ইনস্টাগ্রাম এমন অনেক ভিডিয়ো পাওয়া যাবে 

Shreyas Iyer with sister

Shreyas Iyer with sister

ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে রাখি পাঠিয়েছেন ঋষভ পন্থের বোন সাক্ষী পন্থ। রিহ্যাবের জন্য ঋষভ বর্তমানে বেঙ্গালুরুতে রয়েছে। সেখানেই বোনের পাঠানো রাখি পরলেন 

ইনস্টা স্টোারিতে বোনের পাঠানো রাখি ও সঙ্গে একটি ছোট্ট নোট শেয়ার করেছেন পন্থ। নোটে পন্থকে রাখি বন্ধনের শুভেচ্ছা জানিয়েছেন সাক্ষী। পাল্টা বোনকে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটার

ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়া ঋষভ পন্থ কোনওমতে বেঁচে ফিরেছিলেন। সম্পূর্ণ সুস্থ হয়ে ২২ গজে ফেরার পথ অনেকটা লম্বা। ঋষভের সেরে ওঠা নিয়ে সন্তুষ্ট এনসিএ-র চিকিৎসকরা 

বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীন চোটের কবলে পড়েছিলেন শ্রেয়স আইয়ারও। অস্ত্রোপচারের পর বর্তমানে সম্পূর্ণ সুস্থ তিনি। এশিয়া কাপে জাতীয় দলে প্রত্যাবর্তন করছেন শ্রেয়স।