তেইশে সেরা শুভমন গিল, ওডিআইতে এল আরও এক সেঞ্চুরি

16 September 2023

বাংলাদেশের বিরুদ্ধে এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে ভারত হেরেছে। কিন্তু এই ম্যাচে টিম ইন্ডিয়ার প্রাপ্তি ওপেনার শুভমন গিলের শতরান।

চলতি বছরটা ভারতের তরুণ ওপেনার শুভমন গিলের জন্য দারুণ কাটছে। ওডিআইতে ২০২৩ সালে সর্বাধিক সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।

ভারতের তরুণ তুর্কি শুভমন গিলের ওডিআই কেরিয়ারে এটি পঞ্চম শতরান। তার মধ্যে ৪টি শতরান এসেছে ২০২৩ সালে।

২০২৩ সালে আন্তর্জাতিক এক দিনের ক্রিকেটে ১ হাজার রান পূর্ণ করা প্রথম ক্রিকেটার হয়েছেন টিম ইন্ডিয়ার ওপেনার শুভমন গিল।

এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশের বিরুদ্ধে ১৩৩ বলে ১২১ রান করেন শুভমন গিল। তাঁর এই নজরকাড়া ইনিংস সাজানো ছিল ৮টি চার ও ৫টি ছয় দিয়ে।

অবশ্য ম্যাচ শেষ করে আসতে পারেননি ভারতীয় ওপেনার শুভমন গিল। ৪৩.৪ ওভারে মেহেদি হাসান তুলে নেন শুভমন গিলের বড় উইকেট।

তিলক ভার্মা, লোকেশ রাহুল, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাডেজা ও অক্ষর প্যাটেলের সঙ্গে জুটি বেঁধে ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন গিল।

এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে ৬ রানে ভারতকে হারিয়েছে সাকিব আল হাসানের বাংলাদেশ। রবিবার এশিয়া কাপের ফাইনাল। মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা।