সচিন-বিরাট-ধোনিদের এলিট গ্রুপে প্রবেশ শুভমনের

09 November 2023

বিশ্বকাপে রোহিত শর্মার ভারতের গ্রুপ পর্বের আর ১টি ম্যাচ বাকি। এর মধ্যে আইসিসি ব়্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। তাতে ব্যাটারদের তালিকায় শীর্ষে পৌঁছে গিয়েছেন শুভমন গিল।

পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে পিছনে ফেলে দিয়েছেন ভারতের তরুণ ওপেনার শুভমন গিল। ওডিআই ক্রমতালিকায় শুভমনের থেকে বাবরের পয়েন্ট পার্থক্য ৬।

চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে আইসিসি ওডিআই ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে উঠলেন ভারতের তরুণ তুর্কি শুভমন গিল।

শুভমন গিলের আগে আইসিসি ওডিআই ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছেছিলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর।

অবশ্য শুধু সচিন ও শুভমনই নন, আইসিসি ওডিআই ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে পৌঁছেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও।

ধোনি, সচিনরা এখন আর দেশের হয়ে খেলেন না। কিন্তু এই দু'জন ছাড়াও আইসিসি ওডিআই ব্যাটারদের তালিকায় অতীতে শীর্ষে উঠেছিলেন ভারতের বিরাট কোহলিও।

 চলতি বিশ্বকাপ দুরন্ত ছন্দে রয়েছে ভারত। টানা ৮ ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। ভালো ফর্মে রয়েছেব শুভমন গিলও।

এই প্রথম সিনিয়র বিশ্বকাপে খেলছেন শুভমন গিল। তার মধ্যে শারীরিক অসুস্থতার কারণে টুর্নামেন্টের প্রথম ২টো ম্যাচ খেলতে পারেননি গিল।