সচিন-বিরাট-ধোনিদের এলিট গ্রুপে প্রবেশ শুভমনের – TV9Bangla
সচিন-বিরাট-ধোনিদের এলিট গ্রুপে প্রবেশ শুভমনের
09 November 2023
বিশ্বকাপে রোহিত শর্মার ভারতের গ্রুপ পর্বের আর ১টি ম্যাচ বাকি। এর মধ্যে আইসিসি ব়্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। তাতে ব্যাটারদের তালিকায় শীর্ষে পৌঁছে গিয়েছেন শুভমন গিল।
পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে পিছনে ফেলে দিয়েছেন ভারতের তরুণ ওপেনার শুভমন গিল। ওডিআই ক্রমতালিকায় শুভমনের থেকে বাবরের পয়েন্ট পার্থক্য ৬।
চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে আইসিসি ওডিআই ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে উঠলেন ভারতের তরুণ তুর্কি শুভমন গিল।