দিল্লিতে এখন বেশ ঠান্ডা। তাই কলকাতায় এখন চলছে উইমেন্স প্রিমিয়ার লিগের টিম দিল্লি ক্যাপিটালসের এক প্রস্তুতি শিবির।
কলকাতার এই শিবিরে দিল্লি ক্যাপিটালসের মহিলা টিমের ক্রিকেটাররা প্রস্তুতি নিচ্ছেন। যাদবপুর ক্যাম্পাসের মাঠে চলছে এই ক্যাম্প।
২০২৫ সালের উইমেন্স প্রিমিয়ার লিগের আগে দিল্লি ক্যাপিটালসের নতুন ক্রিকেটারদের সঙ্গে দেখা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
ভারতের প্রাক্তন অধিনায়ক, যিনি আবার দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বিশেষ ভাবে যুক্ত, সেই সৌরভ গঙ্গোপাধ্যায় DC-র মেয়েদের সঙ্গে হাত মেলান।
সৌরভ গঙ্গোপাধ্যায়কে দিল্লি ক্যাপিটালসের মেয়েদের ক্যাপ তুলে দিতে বলা হয়। তিনি বলেন, 'আমি অনেক ক্যাপ দিয়েছি, এই সুযোগটা শেফালিকে দিন।'
দিল্লির ইন্সটাগ্রামে সেই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যায় সৌরভের ওই কথার পর ভারতীয় মহিলা টিমের হয়ে খেলা শেফালি ভার্মা টিমের ক্রিকেটারদের হাতে ক্যাপ তুলে দেন।
এরপর সেই ভিডিয়োতেই দেখা গিয়েছে, দিল্লি ক্যাপিটালসের জার্সি গায়ে চাপিয়ে টিমের মেয়েদের পেপটক দিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
যাদবপুর ক্যাম্পাসের মাঠে সৌরভের সামনে নেটে ব্যাটিং, বোলিং প্র্যাক্টিস করতে দেখা গিয়েছে দিল্লি ক্যাপিটালসের মহিলা টিমের ক্রিকেটারদের।