21  October 2024

বিরাটের উইকেটে খুলেছিলেন খাতা, টেস্টে রাবাডার ৩০০তম শিকার মুশফিকুর

Credit -  X

TV9 Bangla

দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাডা টেস্ট ক্রিকেটে গড়েছেন এক নতুন রেকর্ড। বাংলাদেশের বিরুদ্ধে প্রোটিয়ারা এখন প্রথম টেস্টে ব্যস্ত। সেখানেই কীর্তি গড়েছেন রাবাডা।

২০১৫ সালে মোহালিতে টেস্ট ডেবিউ হয়েছিল কাগিসো রাবাডার। টেস্ট কেরিয়ারে তাঁর প্রথম উইকেট ছিল বিরাট কোহলির। আর টেস্ট কেরিয়ারে তাঁর ৩০০তম শিকার মুশফিকুর রহিম।

টেস্টে ৩০০ উইকেটের মালিক হয়ে প্রোটিয়া তারকা কাগিসো রাবাডা ছাপিয়ে গিয়েছেন ওয়াকার ইউনিস, ডেল স্টেইন ও অ্যালান ডোনাল্ডকে। সবচেয়ে কম বলে (১১৮১৭) ৩০০ উইকেট নিয়েছেন রাবাডা।

পাকিস্তানের প্রাক্তন তারকা ক্রিকেটারের নামে এতদিন রেকর্ড ছিল সবচেয়ে কম বলে ৩০০টি টেস্ট উইকেট নেওয়ার। তিনি ১২৬০২টি বলে এই কীর্তি গড়েছিলেন। তাঁকে ছাপিয়ে গিয়েছেন রাবাডা।

মিরপুরে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে ১০৬ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। ১১ ওভার বল করে ৪টি মেডেন সহ ২৬ রান দিয়ে ৩টি উইকেট নেন রাবাডা।

বাংলাদেশের প্রথম ইনিংসে ১৪তম ওভারে মুশফিকুর রহিমের উইকেট নেওযার পর ২০তম ওভারের প্রথম বলে লিটন দাসকে ফেরান রাবাডা। এই ম্যাচে তাঁর তৃতীয় শিকার নায়েম হাসান।

টেস্টে দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাডা তিনশো উইকেটের মালিক হওয়ার আগে ৬৪টি ম্যাচ খেলেছিলেন। তাতে ৯৩২ রানও করেন।

কেরিয়ারের ৬৫তম টেস্টে রাবাডা ৩০০ উইকেটের মালিক হয়েছেন। এ বার দেখার এই বাংলাদেশ সফর থেকে মোট কতগুলি উইকেট নিয়ে তিনি দেশে ফেরেন।