ক্রিকেট অনেক হল! টেনিসে হাত পাকাতে মুখিয়ে স্কাই, সঙ্গী হিসেবে কাকে চান?
TV9 Bangla
Credit - Suryakumar Yadav X & Instagram
দেশ বিদেশের একাধিক ক্রিকেটার উইম্বলডনের সাক্ষী হতে চান। কখনও উইম্বলডনের গ্যালারিতে দেখা যায় সচিন তেন্ডুলকরকে, কখনও আবার সেখানে নজর কাড়েন মহেন্দ্র সিং ধোনি।
সম্প্রতি উইম্বলডনে হাজির হয়েছিলেন দেশের টি-টোয়েন্টি টিমের অধিনায়ক সূর্যকুমার যাদব। সেখানেই ব্রডকাস্টার চ্যানেলকে স্কাই নিজের টেনিসের প্রতি ভালোবাসা নিয়ে জানিয়েছেন।
প্রথমবার উইম্বলডনের সাক্ষী হতে গিয়ে সূর্যকুমার যাদব জানিয়েছেন, তিনি যদি কখনও টেনিস খেলেন, তা হলে ডাবলসে খেলবেন।
এখানেই শেষ নয়। স্কাই ডাবলসে কাকে সঙ্গী চান? এর উত্তরে সূর্য বলেন, 'কখনও যদি টেনিসে ডাবলস খেলি, তা হলে ধোনি ছাড়া আর কারও সঙ্গে জুটি বাঁধব না।'
সূর্যকুমার যাদব এও জানান যে, তিনি লক্ষ্য করেছেন মহেন্দ্র সিং ধোনি যখন ক্রিকেট খেলেন না, সেই সময় টেনিসে ব্যস্ত থাকেন।
উইম্বলডনের রয়্যাল বক্সে সস্ত্রীক সূর্যকুমার যাদবকে দেখা গিয়েছিল। স্কাই জানান, এই প্রথম বার উইম্বলডন টুর্নামেন্ট দেখতে এসেছেন তিনি।
উইম্বলডন মানে একটা আলাদা আবেগ, আলাদা ঐতিহ্য। সব যেন নিখুঁত সেখানে। তাই স্কাই কী পরবেন, সেই দায়িত্ব যত্ন নিয়ে পালন করেছেন তাঁর স্ত্রী দেবিশা শেট্টি।
দেশের টি-২০ টিমের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব জানিয়েছেন, তাঁর চোখে সর্বকালের সেরা টেনিস তারকা নোভাক জকোভিচ। উল্লেখ্য, এ বারের উইম্বলডনের ফাইনালে উঠতে পারেননি জোকার।