21 May 2024

টি-২০ বিশ্বকাপ জয়ী ৮ অধিনায়ক কারা? রইল ছবি

Credit -  X

TV9 Bangla

প্রথম আইসিসি টি-২০ বিশ্বকাপ হয়েছিল ২০০৭ সালে। সে বার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া।

দ্বিতীয় আইসিসি টি-২০ বিশ্বকাপ হয়েছিল ২০০৯ সালে। সে বার ইউনিস খান ছিলেন পাকিস্তান ক্রিকেট টিমের অধিনায়ক। তাঁর নেতৃত্বে পাক টিম বিশ্বকাপ জিতেছিল।

আইসিসি টি-২০ বিশ্বকাপের তৃতীয় সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল ২০১০ সালে। সে বার চ্যাম্পিয়ন হওয়া ইংল্যান্ড ক্রিকেট টিমের অধিনায়ক ছিলেন পল কলিংউড।

২০১২ সালে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। সে বার খেতাব জয়ী ক্যারিবিয়ান টিমের ক্যাপ্টেন ছিলেন ড্যারেন সামি।

২০১৪ সালে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। সে বার বিশ্বজয়ী ক্রিকেট টিম শ্রীলঙ্কার ক্যাপ্টেন ছিলেন লাসিথ মালিঙ্গা।

২০১২ সালের পর ২০১৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। ওই সময় খেতাব জয়ী ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন ছিলেন ড্যারেন সামি।

২০২১ সালের ১৪ নভেম্বর আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। ওই ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। সেই টিমের ক্যাপ্টেন ছিলেন অ্যারন ফিঞ্চ।

২০২২ সালের ১৩ নভেম্বর হয় গত বারের টি-২০ বিশ্বকাপ ফাইনাল। সে বার চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। ওই চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন ছিলেন জস বাটলার।