01 January 2024

নতুন বছরে নতুন মিশন, কেপটাউন পৌঁছে গেলেন রোহিতরা

Credit -  X

TV9 Bangla

নতুন বছরে রোহিত শর্মার ভারত পৌঁছে গেল নতুন গন্তব্যে। সেঞ্চুরিয়ন টেস্ট এখন অতীত। এ বার কেপটাউন টেস্টে নজর টিম ইন্ডিয়ার।

৩ জানুয়ারি থেকে শুরু হবে ভারত এবং দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট। এ বার তারজন্যই কেপটাউনে পৌঁছে গেল ভারতীয় টিম।  

বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়া সাইট X এ ভারতীয় ক্রিকেটারদের কেপটাউনে পৌঁছে যাওয়ার এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। 

সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, সেঞ্চুরিয়ন থেকে কেপটাউনের বিমানে চড়ছেন ভারতীয় ক্রিকেটাররা। বিমানবন্দরে কেএল রাহুল, শুভমন গিল, শ্রেয়স আইয়ার আবেশ খানদের দেখা গিয়েছে। 

ভারতীয় পেসার মহম্মদ সিরাজ বলেন, 'এইমাত্র কেপটাউনে পৌঁছলাম। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। ২০২৪ ভালো কাটাও। ৩ জানুয়ারি দেখা হচ্ছে।'

সেঞ্চুরিয়ন টেস্টে ৩২ রানে এবং এক ইনিংসে হেরেছে ভারত। ফলে এ বারও দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জেতা হল না টিম ইন্ডিয়ার। 

নতুন বছরে কেপটাউন টেস্ট দিয়ে ক্রিকেট সফর শুরু করছে ভারতীয় দল। অবশ্য কেপটাউনে আসার আগে সেঞ্চুরিয়নে কিছুটা অনুশীলন করে এসেছেন ভারতীয় ক্রিকেটাররা। 

দক্ষিণ আফ্রিকাকে তাদের ঘরের মাঠে বছরের হারিয়ে দেশে ফিরতে চান রোহিত শর্মারা। এ বার দেখার ৩ জানুয়ারি থেকে শুরু হতে চলা IND-SA দ্বিতীয় টেস্টে কী হয়।