আইপিএলে স্টার্কের জন্য লড়তে পারে কোন ফ্র্যাঞ্চাইজিগুলো?
02 December 2023
আসছে ক্রিকেটের মেগা ইভেন্ট আইপিএল ২০২৪। সব ঠিক থাকলে নতুন বছরের শুরুর দিকেই হবে ক্রিকেটের কোটিপতি লিগ।
ইতিমধ্যেই তার তোরজোর শুরু হয়ে গিয়েছে। কোন প্লেয়ারকে দলে রাখতে চায়, ও কাদের ছেড়ে দিতে চায় তা জানিয়ে দেওয়ার সুযোগ ছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে।
সেই মতোই তালিকায় জমা দিয়েছে দলগুলো। ইচ্ছেমতো দল গুছিয়ে নিলামে অংশ নেওয়ার জন্য তৈরি আইপিএলের দশ ফ্র্যাঞ্চাইজি।
ক্রিকেটারদের বেছে নেওয়ার ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর রয়েছে তেইশের বিশ্বকাপ পারফরম্যান্সে।
আর বিশ্বকাপের পারফরম্যান্স যদি দেখা হয় তাহলে অবশ্যই নজর থাকবে অজি তারকা মিচেল স্টার্কের উপর।
কারণ অস্ট্রেলিয়ার জার্সিতে নজর কেড়েছে এই তারকা পেসার। তাই ধরে নেওয়া হচ্ছে চব্বিশের আইপিএলে তাঁকে নিয়ে লড়াই হতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে।
শেষ ২০১৮ তে আইপিএলের মঞ্চে দেখা গিয়েছিল স্টার্ককে। কিন্তু পরবর্তী মরসুমে তাঁকে দলে টানতে চাইবে কোন ফ্র্যাঞ্চাইজিগুলি?
স্টার্ককে দলে টানার চেষ্টা করতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এর আগে আরসিবির জার্সিতে নজর কেড়েছেন তিনি।
এ ছাড়া স্টার্কের জন্য লড়াই করত পারে পঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদও। প্রীতির দলের পার্সে রয়েছে ২৯.০১ কোটি ও হায়দারবাদের কাছে রয়েছে ৩৪ কোটি।
এ ছাড়া স্টার্ককে নিয়ে নিলাম ঘরে লড়াই হতে পারে নীতা আম্বানির মুম্বই ইন্ডিয়ান্স ও কেকেআর ও সিএসকের মধ্যেও।
আরও পড়ুন