চলতি বিশ্বকাপের ক্যাপ্টেন ফ্যান্টাসটিক বলা যায় রোহিত শর্মাকে। ভারত অধিনায়ক গ্রুপ পর্বের ৯টি ও সেমিফাইনালসহ ১০ ম্যাচে ৫৫০ রান করেছেন। জয় ১০টি ম্যাচেই।
বিশ্বকাপের দ্বিতীয় ফাইনালিস্ট অস্ট্রেলিয়া। অজি ক্যাপ্টেন প্যাট কামিন্স ১০ ম্যাচে ১৩টি উইকেট নিয়েছেন এবং করেছেন ১২৮ রান।
চলতি বিশ্বকাপে কিউয়ি নেতা কেন উইলিয়ামসন গ্রুপ পর্বের সবকটি ম্যাচ খেলেননি। সেমিফাইনাল সহ মোট ৪টি ম্যাচে খেলেন কেন। তাতে তিনি করেছেন ২৫৬ রান।
প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমাও এ বারের একদিনের বিশ্বকাপে সবকটি ম্যাচ খেলেননি। সেমিফাইনাল সহ মোট ৮টি ম্যাচ খেলে বাভুমা করেছেন ১৪৫ রান।
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এ বারের বিশ্বকাপের গ্রুপ পর্বে মোট ৯টি ম্যাচ খেলেছিলেন। তাতে তিনি করেছিলেন ৩২০ রান।
এ বারের বিশ্বকাপে আফগানিস্তানের অধিনায়ক হসমতউল্লাহ শাহিদি গ্রুপ পর্বে মোট ৯টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। তাতে তাঁর ব্যাটে এসেছে মোট ৩১০ রান।
ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার এ বারের ওডিআই বিশ্বকাপে গ্রুপ পর্বে ৯টি ম্যাচে টিমকে নেতৃত্ব দিয়েছেন। তাতে তিনি করেছেন ১৩৮ রান। ১০টি ক্যাচ নিয়েছেন। এবং ২টি স্টাম্পিং করেছেন।
শ্রীলঙ্কার ক্যাপ্টেন দাসুন শানাকা চোটে ছিটকে যাওয়ায় টুর্নামেন্টের মাঝপথে কুশল মেন্ডিসকে দলের নেতৃত্ব দেওয়া হয়। তিনি ৯ ম্যাচে করেছেন ২৯৪ রান। নিয়েছেন ৬টি ক্যাচ ও ১বার স্টাম্পিং করেছেন।
বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান এ বারের বিশ্বকাপে সব ম্যাচে টিমকে নেতৃত্ব দিতে পারেননি। ৭ ম্যাচে তিনি খেলেন। তাতে নিয়েছেন ৯টি উইকেট। এবং করেছেন ১৮৬ রান।
নেদারল্যান্ডের অধিনায়ক স্কট এডওয়ার্ডস গ্রুপ পর্বে ৯টি ম্যাচে ডাচদের নেতৃত্ব দিয়েছেন। তিনি তাতে করেছেন ২৫৯ রান। ১৩টি ক্যাচ নিয়েছেন। এবং স্টাম্পিং করেছেন ২ বার।