বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নজর থাকবে কাঁদের দিকে?
06 October 2023
শুভারম্ভ হয়ে গিয়েছে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে পাকিস্তান ও নেদারল্যান্ডস। দুই শিবিরে নজর থাকবে কাঁদের উপর?
সবুজ শিবিরে প্রথমেই নজর থাকবে দলের অধিনায়ক বাবর আজমের দিকে। বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। দলের দায়িত্ব সামলাতে একাই একশো তিনি
পাকিস্তান পেস বোলিংয়ের সেরা এখন শাহিন শাহ আফ্রিদি। নাসিম শাহ ছিটকে যাওয়ায় আফ্রিদির দিকেই তাকিয়ে থাকবে পাকিস্তান দল। তিনিই এখন ভরসা বাবরদের
পাকিস্তান ক্রিকেট দলের তারকা ব্যাটার মহম্মদ রিজওয়ান। চলতি আইসিসি বিশ্বকাপের প্রথম অনুশীলন ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স তাঁর। নজর কাড়তে পারেন তিনিও
দুর্দান্ত ফর্মে রয়েছে পাক ক্রিকেটার শাদাব খান। ফর্মে থাকলে প্রতিপক্ষের ভয়ের অন্যতম কারণ হতে পারেন তিনি
ডাচ শিবিরে প্রথমেই নজরে থাকবেন স্কট এডওয়ার্ড। দলের দায়িত্ব একা হাতে সামলাবেন তিনি। তাঁর উপস্থিতি ভয়ের কারণ পাক শিবিরের কাছে
নেদারল্যান্ডস শিবিরের বড় ভরসা বিক্রমজিৎ সিং। ভারতের মাটিতে বিশ্বকাপে ডাচদের সবচেয়ে বড় শক্তি তাদের অলরাউন্ডাররা। এই তালিকায় থাকতে পারেন তিনি
নেদারল্যান্ডসের বড় ভরসা লোভান ভ্যান বিক। তিনি পার্ট টাইম বোলিং করেন তিনি তবে প্রতিপক্ষকে বুঝে খেলতে হবে
ডাচদের বড় চমক পেস বোলিং অলরাউন্ডার বাস ডি লিড। বাবাও ছিলেন অলরাউন্ডার। এবারে প্রতিপক্ষকে চমকাতে মাঠে নামবেন ছেলে
আরও পড়ুন