একদিনের বিশ্বকাপে ভারতের জার্সি বিবর্তন...

18 November 2023

১৯৭৫ সালে বিশ্বকাপ শুরু হয়েছিল। সে বছর থেকেই ভারত খেলছে বিশ্বকাপে। তখন অবশ্য ভারতের জার্সি ছিল সাদা রংয়ের। তাতে অন্য রং লাগে ১৯৯২ সালে।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড আয়োজিত ১৯৯২ বিশ্বকাপে, টিম ইন্ডিয়া প্রথমবারের মতো কাঁধে রঙিন ডোরাসহ নীল রংয়ের জার্সি পরেছিল।

১৯৯৬ সালের ওডিআই বিশ্বকাপে ভারতের জার্সিটিতে আকাশি, নীল ও হলুদ রং ব্যবহার করা হয়েছিল। জার্সির কলার ছিল হলুদ।

১৯৯৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়া ওডিআই বিশ্বকাপে ভারতের জার্সির রং আকাশি ও হলুদের মধ্যে ছিল। সে বারের ভারতের জার্সির পাশে একটি কালো বর্ডার ছিল। যা বুক জুড়ে তির্যকভাবে ছিল।

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হওয়া ২০০৩ সালের বিশ্বকাপে ভারতের জার্সি সম্পূর্ণ বদলে যায়। অনেক স্টাইলিশ হয়। জার্সির মাঝখানে ভারতের তেরঙ্গা আলাদা মাত্রা দিয়েছিল।

২০০৭ সালের ওডিআই বিশ্বকাপে ভারতের জার্সি আগের প্রতিটি বিশ্বকাপ থেকে আলাদা ছিল। তেরঙ্গার একপাশে সরানো হয়েছিল। বলা যায়, ওই জার্সিটিকে আগের থেকে আরও স্টাইলিশ করার চেষ্টা করা হয়েছিল।

২০১১ বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হয়েছিল। ২৮ বছর পর ওই জার্সিতেই বিশ্বকাপ ট্রফি জিতেছিল ভারত। গাঢ় নীল ও হালকা নীল দুই রংই ছিল ওই জার্সিতে। এবং জার্সির দুপাশে তেরঙ্গা ডোরাও ছিল। 

২০১৫ সালের বিশ্বকাপে ভারতের জার্সিতে তেরঙ্গা ছিল না। নীল টি-শার্টের সামনে কমলা রঙে ভারত লেখা ছিল। জার্সির বৈশিষ্ট্য ছিল, তা তৈরি হয়েছিল পুনর্ব্যবহৃত প্লাস্টিকের বোতল থেকে।

২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়া ওডিআই বিশ্বকাপে টিম ইন্ডিয়ার জার্সিতে উজ্জ্বল নীল ও কমলা রং ব্যবহার করা হয়েছিল। 

এ বারের বিশ্বকাপে ভারতের জার্সি বেশ স্টাইলিস্ট। কাঁধে রয়েছে তেরঙ্গার স্ট্রাইপ। বুকে দুটি স্টার। আকাশি রংয়ের জার্সি। কলারে রয়েছে কমলা রংয়ের বর্ডার। হাতার প্রান্তেও রয়েছে কমলা রং।