ওডিআই বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ। এখনও অবধি এ বারের বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। ৯ ম্যাচে ৫৯৪ রান।
বিরাটের পর এই তালিকায় দু'নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার ব্যাটার কুইন্টন ডি'কক। গ্রুপ পর্বে ৯ ম্যাচে তিনি করেছেন ৫৯১ রান।
বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় তিন নম্বরে রয়েছেন কিউয়ি তরুণ ক্রিকেটার রাচিন রবীন্দ্র। ৯ ম্যাচে তিনি করেছেন ৫৬৫ রান।
ভারত অধিনায়ক রোহিত শর্মা এই তালিকায় চারে রয়েছেন। ওডিআই বিশ্বকাপের গ্রুপ পর্বে ৯ ম্যাচে তিনি করেছেন ৫০৩ রান।
অজি তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার এই তালিকায় ৫ নম্বরে রয়েছেন। তিনি চলতি ওডিআই বিশ্বকাপে এখনও ৯ ম্যাচে ৪৯৯ রান করেছেন।
প্রোটিয়া তারকা রসি ভ্যান দার ডুসেন চলতি বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় ছয়ে রয়েছেন। ৯ ম্যাচে তিনি করেছেন ৪৪২ রান।
অজি তারকা ক্রিকেটার মিচেল মার্শ চলতি বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় সাতে রয়েছেন। আট ম্যাচে তিনি করেছেন ৪২৬ রান।
চলতি ওডিআই বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষে ভারতের শ্রেয়স আইয়ার রয়েছেন সবচেয়ে বেশি রান সংগ্রাহক ব্যাটারদের তালিকায় আটে। ৯ ম্যাচে তিনি করেছেন ৪২১ রান।
নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল এ বারের বিশ্বকাপে ৮ ম্যাচ খেলেছেন। তাতে করেছেন ৪১৮ রান। বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় নয়ে রয়েছেন তিনি।
চলতি ওডিআই বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় ১০ নম্বরে রয়েছেন ইংল্যান্ডের ডেভিড মালান। ৯ ম্যাচে তাঁর সংগ্রহ ৪০৪।