জিম্বাবোয়েকে হারিয়ে বিরাট চমক উগান্ডার

27 November 2023

উগান্ডার যে ক্রিকেট টিম রয়েছে, তা-ই হয়তো অনেকের কাছে অজানা। সেই উগান্ডাই এ বার ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের চূড়ান্ত বাছাইপর্বে জিম্বাবোয়েকে হারাল। 

আইসিসির পূর্ণ সদস্য কোনও টিমের বিরুদ্ধে এটিই উগান্ডার প্রথম আন্তর্জাতিক ম্যাচ। নামিবিয়ার ইউনাইটেড ক্রিকেট মাঠে ছিল এই ম্যাচ।

উগান্ডার বিরুদ্ধে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে জিম্বাবোয়ে। নির্ধারিত ২০ ওভারে জিম্বাবোয়ে ৭ উইকেট হারিয়ে তোলে ১৩৭ রান।

১৩৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে উগান্ডা। রান তাড়ায় উগান্ডার শুরুটা যদিও ভালো হয়নি। 

প্রথম ১২ রানের মধ্যে উগান্ডার দুই ওপেনার আউট হন। তবে জিম্বাবোয়ের বিরুদ্ধে উগান্ডার মিডল অর্ডার ব্যাটাররা দলকে কাঙ্খিত জয় এনে দেয়।

জিম্বাবোয়ে বিশ্বকাপের বাছাইপর্বে নামিবিয়ার কাছে ৭ উইকেটে হেরেছিল। পরের ম্যাচে তানজানিয়াকে উড়িয়ে দিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় জিম্বাবোয়ে। কিন্তু তৃতীয় ম্যাচে উগান্ডার কাছে ফের ধাক্কা খেল জিম্বাবোয়ে।

২ পয়েন্ট নিয়ে সাত দলের পয়েন্ট টেবলে চার নম্বরে রয়েছে জিম্বাবোয়ে। আর তিন ম্যাচের দুটিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে উগান্ডা।

উল্লেখ্য, পয়েন্ট টেবলের শীর্ষে থাকা দুই দল পাবে মূল পর্বে খেলার টিকিট। উগান্ডার এই জয়ে তাদের ভক্তরা বিরাট খুশি। এবং আশাবাদী পরের রাউন্ডে যেতে পারবে তাদের প্রিয় দল।