Kohli

নেপালি গানের তালে বিরাটের নাচ

5 September 2023

Kohli

পাল্লেকেলেতে এশিয়া কাপে মুখোমুখি ভারত ও নেপাল। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে রোহিত পাওডেলের টিমের বিরুদ্ধে নেমেছে মেন ইন ব্লু। দুটি দলের কাছেই ম্যাচটি ডু অর ডাই

Kohli

ম্যাচে সব নজর ভারতীয় দলের তারকা ক্রিকেটারদের দিকে। বিশেষ করে বিরাট কোহলির দিকে। ভারত এমনকী নেপালের সমর্থকরাও স্টেডিয়ামে ভিড় করেছেন  কোহলির ব্যাটিং দেখবেন বলে 

Virat Kohl

ব্যাট হাতে উপস্থিত দর্শকদের বিনোদন দেওয়ার আগে অন্যভাবে স্টেডিয়ামের দর্শকদের মনোরঞ্জন করলেন বিরাট কোহলি। নেপালি গানের তালে নাচলেন তিনি

ম্যাচ চলাকালীন নেপালি গান 'কুতু মা কুতু' বেজে ওঠে। মাঠে বসা নেপালি দর্শকরা গানের তালে তাল দিচ্ছিলেন। বিরাটও গানের তালে কোমর দোলালেন। ভিডিয়ো ভাইরাল হতে সময় লাগল না

Virat Kohli dancing

Virat Kohli dancing

সোশ্যালে ছড়িয়ে পড়া ভিডিয়োটি মন ছুঁয়েছে দর্শকদের। বিশেষ করে নেপালি দর্শকরা তাঁদের প্রিয় ক্রিকেটারকে নেপালি গানে কোমর দোলাতে দেখে আপ্লুত

নেপালি দর্শদের মন জিতলেও ভারতীয়দের হতাশ করেছেন বিরাট। ম্যাচের শুরু দিকে ভারতীয় দর্শকদের অবাক করে ওপেনার আসিফ শেখের খুব সহজ ক্যাচ ছাড়েন কোহলি। 

শুধু ভারতীয় সমর্থকরাই নন, সহজ ক্যাচ ছাড়ায় নিজেও হতাশ কোহলি। তাঁর বডি ল্যাঙ্গোয়েজ সে কথাই বলছে। ক্যাপ্টেন রোহিতও বিরক্ত  

ভারতীয় দলের অন্যতম সেরা ফিল্ডার বিরাট কোহলি। তাঁর ক্যাচ ফসকানো সবাইকে অবাক করেছে।শর্ট মিড অফে ক্যাচ মিস বিরাটের। অথচ এমন ক্যাচ তিনি হামেশাই নেন।