শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জিতেছে ভারত। ২০১৮ সালের পর থেকে এশিয়া সেরা হয়নি ভারত। এ বার এশিয়ার তাজের খরা কাটল টিম ইন্ডিয়ার।
সিরাজের বিধ্বংসী বোলিংয়ে ৫০ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ৫১ রানের টার্গেট একেবারে অনায়াসে পূরণ করে ফেলেন শুভমন গিল ও ঈশান কিষাণ। ৬.১ ওভারেই খেলা শেষ।
বড্ড ছোট, কিন্তু টানটান ভারত-শ্রীলঙ্কা এশিয়া কাপ ফাইনাল দেখল ক্রিকেট বিশ্ব। ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর দেখা যায় মাঠের মধ্যে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা গল্প করছেন।
এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর দেখা যায় বিরাট কোহলিকে নকল করছেন ঈশান কিষাণ। আসলে কোহলি কী ভাবে হাঁটেন সেটাই নকল করে দেখাচ্ছিলেন ঈশান।
ঈশান কিষাণের এই কাণ্ড দেখে শ্রেসয় আইয়ার, শুভমন গিল, হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলিরা রীতিমতো হাসতে থাকেন।
অবশ্য ঈশান তাঁর মতো হাঁটা নকল করায়, ছেড়ে কথা বলেননি বিরাট কোহলি। তিনিও দেখার কী ভাবে হাঁটেন ঈশান কিষাণ।
ঈশান ও বিরাটের কাণ্ড দেখে হেসে লুটোপুটি হন অন্যান্য ভারতীয় ক্রিকেটাররা। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ভাইরাল।
বিরাট কোহলিকে অতীতে একাধিক ক্রিকেটারের নকল করতে দেখা গিয়েছে। তবে সচরাচর তাঁকে কেউ নকল করছেন, তেমনটা দেখা যায়নি। এ বার সেটাও দেখা গেল।