ভারতের প্রোটিয়া সফর শেষ। এক এক করে ভারতীয় ক্রিকেটাররা এ বার দেশে ফিরছেন। ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এ বার দেশে ফিরলেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউন টেস্ট জেতার পর সেখানে স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে ছুটি কাটান বিরাট কোহলি। তাঁদের একসঙ্গে থাকার একটি ছবি ভাইরাল হয়েছিল।
এ বারের দক্ষিণ আফ্রিকা সফরে প্রোটিয়াদের বিরুদ্ধে সেঞ্চুরিয়নে এবং কেপটাউনে দু'টি টেস্টে বিরাট কোহলি করেছেন মোট ১৭২ রান।
প্রোটিয়া সফর শেষে এ বার ভারতে ফিরলেন কোহলি। বিমানবন্দর থেকে লাগেজ নিয়ে বিরাটের গাড়িতে ওঠার এই ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।
দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে, মুম্বই বিমানবন্দর থেকে বেরোনোর পর বিরাট কোহলিকে দেখা যায় ভক্তদের ছবি তোলার অনুরোধ হাসিমুখে মেটাতে।
দেশে ফিরে অবশ্য ছুটি পাবেন না বিরাট কোহলি। এ বছরই রয়েছে টি-২০ বিশ্বকাপ। সে কথা মাথায় রেখে বোর্ড টি-২০ ক্রিকেটে ফেরাল বিরাটকে।
১১ জানুয়ারি থেকে আফগানিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ভারতের। আফগান সিরিজের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা করেছে বোর্ড।
দীর্ঘদিন পর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ফিরছেন বিরাট। ২০২২ সালের ১০ নভেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবার ভারতের জার্সিতে টি-২০ ম্যাচে খেলেছিলেন কোহলি।