15 January 2024
ইন্দোরে বিরাট কোহলির ক্লাসে রশিদ-গুরবাজ
Credit - X
TV9 Bangla
২০২২ সালের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালের পর ২০২৩ সালে ভারতের হয়ে একটিও টি-টোয়েন্টি ম্যাচে খেলেননি বিরাট কোহলি।
৪৩০ দিন পর দেশের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেললেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ইন্দোরে ছিল সেই ম্যাচ।
ইন্দোরের হোলকার স্টেডিয়ামে আফগানিস্তানকে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৬ উইকেটে হারিয়েছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া।
রশিদ খান-রহমানুল্লা গুরবাজদের বিরুদ্ধে ১৬ বলে ২৯ রান করেন বিরাট কোহলি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বিরাটের কামব্যাক ম্যাচে বড় ইনিংস দেখা গেল না।
ম্যাচের শেষে দেখা গিয়েছে আফগানিস্তানের দুই তারকা ক্রিকেটারের সঙ্গে কথা বলছেন বিরাট কোহলি। তাঁরা হলেন - রহমানুল্লা গুরবাজ এবং রশিদ খান।
বিরাট কোহলিকে দেখা যায় আফগান ওপেনার রহমানুল্লা গুরবাজ এবং রশিদ খানকে ব্যাটিং কৌশল নিয়ে কিছু বলতে। সেই ভিডিয়ো নেট দুনিয়ায় ভাইরাল।
ইন্দোরে IND-AFG দ্বিতীয় টি-২০ ম্যাচ চলাকালীন বিরাট কোহলির এক ভক্ত মাঠে ঢুকে পড়েছিলেন। পৌঁছে গিয়েছিলেন তাঁর কাছে। সেই ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল।
১৭ জানুয়ারি এ বার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়েছে এই সিরিজের শেষ, তৃতীয় ম্যাচ। তাতে বিরাট কেমন পারফর্ম করেন, সেদিকে বিশেষ নজর থাকবে।
খেলার আরও ওয়েব স্টোরি দেখুন