20 January 2024

সচিন-সানির রেকর্ডে ভাগ বসানোর অপেক্ষায় বিরাট

Credit -  X

TV9 Bangla

আর ৫ দিন পর দেশের মাটিতে শুরু হবে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ। এই সিরিজে দুই দল ৫টি টেস্ট ম্যাচ খেলবে। তাতে বিরাট কোহলি তাঁর টেস্ট কেরিয়ারের এক মাইলস্টোন গড়তে পারেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে ২০০০ রানের রেকর্ড গড়ার সামনে দাঁড়িয়ে রয়েছেন বিরাট কোহলি। আর ৯ রান করলেই এই রেকর্ড গড়বেন তিনি।

বিরাট কোহলি হায়দরাবাদে হতে চলা প্রথম টেস্টেই এই রেকর্ড গড়তে পারেন। এর আগে সচিন তেন্ডুলকর এবং সুনীল গাভাসকর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে ২০০০ রান করেছেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে এখনও অবধি ২৮টি টেস্ট ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। তাতে ১৯৯১ রান করেছেন বিরাট। এর মধ্যে বিরাটের ব্যাটে এসেছে ৫টি শতরান এবং ৯টি অর্ধশতরান।

বিরাট কোহলিকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে ভারতের সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটার হতে গেলে এখনও ৫৪৪ রান করতে হবে। 

ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজে বিরাট টেস্ট ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলকে পৌঁছতে পারেন। তার জন্য কোহলিকে করতে হবে আর ১৫২ রান।

২০১১ সাল থেকে বিরাট কোহলি দেশের জার্সিতে টেস্ট ক্রিকেটে ১১৩টি ম্যাচ খেলেছেন। তাতে বিরাটের ব্যাটে এসেছে ২৯টি শতরান এবং ৩০টি অর্ধশতরান।

ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে বিরাট কোহলির দিকে বিশেষ নজর থাকবে। টেস্টে ১০০টি চারের রেকর্ড গড়ার জন্য কোহলির চাই আর ৯টি চার।