ক্যালেন্ডার বলছে আজ ২১ জানুয়ারি। আর ৩ দিন পর হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ।
সোশ্যাল মিডিয়া সাইট X এ ভাইরাল হয়েছে হায়দরাবাদের বিমান ধরার জন্য বিরাট কোহলির মুম্বই এয়ারপোর্টে পৌঁছনোর এক ভিডিয়ো।
মুম্বই বিমানবন্দরে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে তাঁর অনুরাগীরা আসন্ন ইংল্যান্ড টেস্ট সিরিজের জন্য শুভেচ্ছা জানান।
নিজামের শহরে পৌঁছনোর পর বিরাট কোহলির এই ভিডিয়ো ভাইরাল হয়েছে। হায়দরাবাদের বিমানবন্দর থেকে পুলিশি নিরাপত্তায় বেরোতে দেখা যায় বিরাটকে।
ভারতের জার্সিতে এখনও অবধি ১১৩টি টেস্ট ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। তাতে বিরাট কোহলি করেছেন ৮৮৪৮ রান। রয়েছে ২৯টি শতরান এবং ৩০টি অর্ধশতরান।
ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের জন্য তৈরি হতে হাতে আর তিন দিন সময় পাবেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। দুই দল মোট ৫টি টেস্ট ম্যাচ খেলবে।
বিরাট কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে ২০১২ সাল থেকে ২০২২ সাল অবধি ২৮টি টেস্টে খেলেছেন। তাতে কোহলি করেছেন ১৯৯১ রান। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে বিরাটের সর্বাধিক রান ২৩৫ রান।
ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলির ৫টি টেস্ট শতরান রয়েছে। এবং ৯টি অর্ধশতরান রয়েছে। ২৮টি টেস্টে বিরাটের ব্যাটে এসেছে ২৩৫টি চার এবং ২টি ছয়।