13 January 2024

ইন্দোর পৌঁছে মেন ইন ব্লুতে যোগ দিলেন বিরাট কোহলি

Credit -  X

TV9 Bangla

ব্যক্তিগত কারণে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ খেলেননি ভারতীয় তারকা বিরাট কোহলি। তিন ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে তিনি ফিরলেন।

আগামিকাল, রয়েছে ভারত বনাম আফগানিস্তানের দ্বিতীয় টি-২০ ম্যাচ। তার আগে ইন্দোরে পৌঁছে গেলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। 

মুম্বই বিমানবন্দর থেকে যখন ইন্দোর যাওয়ার জন্য বিমান ধরতে গিয়েছিলেন বিরাট কোহলি, তাঁর সেই সময়কার ছবি-ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিল।

আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে খেলার জন্য ইন্দোরে পৌঁছে গিয়েছেন বিরাট। টিম ইন্ডিয়ার টিম হোটেলে যেতেই সেখানে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন কোহলি।

এক ভক্তর সঙ্গে বিরাট কোহলির এই ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়া সাইট X এ কোহলির এক অনুরাগী লিখেছেন, এই ছবিটি ইন্দোরে ভারতের টিম হোটেলে তোলা। 

 দীর্ঘদিন পর দেশের জার্সিতে টি-টোয়েন্টিতে ফিরছেন বিরাট কোহলি। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে শেষ বার কুড়ি-বিশের ফর্ম্যাটে খেলেছিলেন বিরাট।

আফগানদের বিরুদ্ধে বিরাট কোহলি প্রথম টি-২০ ম্যাচ খেলেননি। আর তার কারণ হিসেবে তাঁর অনুরাগীরা বলেছেন, ১১ জানুয়ারি মেয়ের জন্মদিন ছিল বলে বিরাট খেলেননি।

দীর্ঘদিন পর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ফিরে বিরাট কোহলি কেমন পারফর্ম করে, এ বার সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন কোহলি ভক্তরা।