6th November 2024

IPL মেগা নিলামের আগে ১০ দলের সবচেয়ে দামি ক্রিকেটার কারা?

Credit -  PTI

TV9 Bangla

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের রিটেনশন লিস্ট প্রকাশ হওয়ার পর চেন্নাই সুপার কিংসের সবচেয়ে দামি ক্রিকেটার ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়। ১৮ কোটি টাকা দিয়ে ঋতুকে ধরে রেখেছে সিএসকে।

৫ বারের আইপিএলজয়ী মুম্বই ইন্ডিয়ান্স ৫ ক্রিকেটারকে রিটেন করে রেখেছে। আইপিএলের রিটেনশন পর্ব শেষে দেখা গিয়েছে মুম্বইয়ের সবচেয়ে দামি ক্রিকেটার জসপ্রীত বুমরা। তাঁকে ১৮ কোটি টাকায় রিটেন করেছে MI।

আইপিএলের রিটেনশন তালিকা প্রকাশ হওয়ার পর দেখা গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৩ ক্রিকেটারকে ধরে রেখেছে। তাঁদের মধ্যে সবচেয়ে দামি ক্রিকেটার বিরাট কোহলি (২১ কোটি টাকা)।

আইপিএলের রিটেনশন পর্ব শেষে কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে দামি ক্রিকেটার আপাতত রিঙ্কু সিং। ১৩ কোটি টাকায় তাঁকে ধরে রেখেছে কেকেআর।

দিল্লি ক্যাপিটালস এ বারের রিটেনশনে ধরে রাখেনি ঋষভ পন্থকে। আইপিএল মেগা নিলামের আগে দিল্লির সবচেয়ে দামি ক্রিকেটার আপাতত অলরাউন্ডার অক্ষর প্যাটেল। তাঁকে ১৬.৫০ কোটি টাকায় রিটেন করেছে DC।

২০২২ সালে আইপিএলে আত্মপ্রকাশ হওয়া লখনউ সুপার জায়ান্টসের সবচেয়ে দামি রিটেন প্লেয়ার হলেন নিকোলাস পুরান। লখনউ ক্যারিবিয়ান ক্রিকেটারকে ২১ কোটি টাকায় রিটেন করেছে।

২০২৪ সালের আইপিএল রানার্স সানরাইজার্স হায়দরাবাদ এ বার সবচেয়ে বেশি টাকা খরচ করে এক ক্রিকেটার রিটেন করেছে। তিনি হেনরিখ ক্লাসেন। প্রোটিয়া ক্রিকেটারকে ধরে রাখার জন্য ২৩ কোটি খরচ করেছে SRH।

২০২২ সালের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ধরে রেখেছে ৫ ক্রিকেটারকে। তাঁদের মধ্যে সবচেয়ে দামি ক্রিকেটার রশিদ খান। তাঁকে ১৮ কোটি টাকায় রিটেন করেছে গুজরাট টাইটান্স।

প্রীতি জিন্টার পঞ্জাব কিংস এ বারের আইপিএল রিটেনশনে মাত্র ২ জন ক্রিকেটারকে ধরে রেখেছে। ৫.৫০ কোটি টাকার আনক্যাপড শশাঙ্ক সিং হলেন পঞ্জাব কিংসের আপাতত সবচেয়ে দামি ক্রিকেটার।

২০০৮ সালের আইপিএল চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস ৬ জন ক্রিকেটারকে ধরে রেখেছে। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি দাম দু'জনের। সঞ্জু স্যামসন ও যশস্বী জয়সওয়ালকে ১৮ কোটি করে দিয়ে রিটেন করেছে পিঙ্ক আর্মি।