গণপতি বাপ্পার আশীর্বাদ নিতে বন্ধুর বাড়িতে গেলেন বিরাট কোহলি
23 September 2023
দেশজুড়ে ধুমধাম করে গণেশ চতুর্থী পালিত হচ্ছে। এ বার বাড়িতে গণেশ চতুর্থী উদযাপন করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি।
বিরাট কোহলির স্ত্রী, বলিউড সুপারস্টার অনুষ্কা শর্মা নিজের ইন্সটাগ্রামে তাঁদের বাড়ির গণেশ পুজোর ছবি শেয়ার করেছেন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার গণেশ পুজোর ছবি। সেই ছবিতে দুজনকেই দেখা গিয়েছে একেবারে সাদামাটা লুকে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলির এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে বিরাট তাঁর এক বন্ধুর বাড়িতে গিয়েছেন।
গণেশ চতুর্থী উপলক্ষে বিরাট কোহলি তাঁর এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন। তাঁর পরনে ছিল কালো কুর্তা আর পাজামা।
এই ভাইরাল হওয়া ভিডিয়োতে গণপতি বাপ্পার আশীর্বাদ নিতে দেখা যায় বিরাট কোহলিকে। হাত জোড় করে প্রণাম করেন বিরাট।
টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্যাপ্টেন বিরাট কোহলির বন্ধু তাঁকে উত্তরীয় দিয়ে বরণ করে নেন। এরপর তাঁর সঙ্গে পোজ দিয়ে ছবি তোলেন তিনি।
গণেশ চতুর্থীতে কমবেশি মুম্বইয়ের প্রতিটি সেলিব্রিটির বাড়িতে পুজো হয়। বিরাটের বাড়িতেও হয়েছে। তারই মাঝে কোহলিকে দেখা গেল তাঁর এক বন্ধুর বাড়িতে।
অবশ্য কোন বন্ধুর বাড়িতে বিরাট কোহলি গিয়েছিলেন তার নাম জানা যায়নি। ভিডিয়োতে দেখা যায় বিরাট তাঁর বন্ধুর পরিবারের সকলের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তাও বলেন।