বিশ্বকাপে এ বার অরেঞ্জ জার্সিতে খেলবেন বিরাট-রোহিতরা? রইল ছবি
05 October 2023
অবশেষে অপেক্ষার অবসান। ওডিআই বিশ্বকাপের বল আজ মাঠে গডিয়েছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ভারতের ম্যাচ রয়েছে ৮ অক্টোবর।
আপাতত বিশ্বকাপের প্রস্তুতিতে মগ্ন বিরাট কোহলি-রোহিত শর্মারা। বৃষ্টির কারণে বিশ্বকাপের আগে ভারতের ২টি ওয়ার্ম আপ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল।
ভারতের বিশ্বকাপ যাত্রা শুরুর আগে এ বার বিরাট কোহলিকে দেখা গেল এক অরেঞ্জ জার্সিতে। যে ছবি নেটদুনিয়ায় বেশ ভাইরাল হয়েছে।
টিম ইন্ডিয়ার বিশ্বকাপ সফর শুরুর আগে শুধু বিরাট কোহলিকেই নয়, ভারত অধিনায়ক রোহিত শর্মাকেও দেখা গিয়েছে টিম ইন্ডিয়ার কমলা রংয়ের জার্সিতে।
বিরাট কোহলিকে দেখা গিয়েছে দলের সঙ্গে চিপকে অনুশীলন করতে যেতে। আর এই অরেঞ্জ জার্সিটি আসলে ভারতের বিশ্বকাপের জন্য অনুশীলন জার্সি।
বিশ্বকাপের জন্য ভারতের কমলা রংয়ের যে অনুশীলন জার্সি হয়েছে, তাতে বেশ কুল লাগছে বিরাটকে। এই জার্সি পরেই ফ্যানেদের অটোগ্রাফ দিতে দেখা যায় বিরাট কোহলিকে।
এর আগে বিরাট কোহলির এই ছবিটি ভাইরাল হয়েছিল। যেখানে এক বিমানসেবিকার সঙ্গে পোজ দিতে দেখা যায় বিরাট কোহলিকে।
এ বারের বিশ্বকাপে বিশেষ নজর থাকবে বিরাট কোহলির দিকে। এখন কোহলির ৩৪ বছর বয়স। ফলে আগামী বিশ্বকাপে তাঁকে খেলতে দেখা যাবেই, এমনটা জোর দিয়ে বলা যায় না।
খেলার আরও ওয়েব স্টোরি