বিরাট কোহলির ভক্তরা দেশ-বিদেশে ছড়িয়ে রয়েছেন। অনেক সময় ভারতের সুপারস্টার কোহলির প্রতি ভালোবাসা দেখান চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সমর্থকরাও।
সদ্য পাকিস্তানের এক শিল্পী বিরাট কোহলির প্রতি ভালোবাসা জানিয়ে এক শিল্পকলা ফুটিয়ে তুলেছেন। যা নিয়ে রীতিমতো আলোচনা চলছে।
শিল্পীর তুলির টানে, কখনও বা শ্যাডো আর্টে অতীতে দেখা গিয়েছে বিরাট কোহলিকে। এ বার পাকিস্তানের এক শিল্পী বিরাটের স্যান্ড আর্ট বানিয়েছেন।
পাকিস্তানের শহর গদরে সাচান বালোচ নামের এক শিল্পী বিরাটের এই বালিতে শিল্পকলা গড়েছেন। তা বানিয়ে ওই শিল্পী বিরাটের স্যান্ড আর্টের পাশে শুয়ে ভিডিয়ো বানিয়েছেন।
বালোচিস্তানে পাক শিল্পী বিরাট কোহলির যে স্যান্ড আর্ট বানিয়েছেন, সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বেশ প্রশংসিত হচ্ছেন ওই শিল্পী।
বর্তমানে বিরাট কোহলি এশিয়া কাপে ব্যস্ত। শ্রীলঙ্কায় আছেন তিনি। এখনও অবধি এশিয়া কাপে ২টি ম্যাচ খেলেছে ভারত।
নেপালের বিরুদ্ধে ব্যাট করতে হয়নি বিরাটকে। ওই ম্যাচের শেষে নেপালের ক্রিকেটার সোমপাল কামিকে দেখা গিয়েছে জুতোতে কোহলির অটোগ্রাফ নিতে।
শুধু সোমপালই নন, ভারতের বিরুদ্ধে ম্যাচ শেষ হতেই নেপালের একাধিক ক্রিকেটার দেখা করেন বিরাট কোহলির সঙ্গে। সেই ছবিও নেটদুনিয়ায় ভাইরাল।