love khani

বিরাট প্রেমে মশগুল পাক তরুণীকে চেনেন?

4 September 2023

love khani

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের পর এক পাকিস্তানি তরুণীর ভিডিয়ো ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই পাক সুন্দরী নিজেকে বিরাট কোহলির ফ্যান বলে দাবি করেছেন

পাকিস্তান থেকে শ্রীলঙ্কায় গিয়েছিলেন শুধুমাত্র বিরাট কোহলির ব্যাটিং দেখবেন বলে। বিরাটের ব্যাটে সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন ওই তরুণী। বিরাট ব্যাটে রান না আসায় তিনি হতাশ

love khani

love khani

নেটিজেনদের মন ছুঁয়েছে ভিডিয়োটি। সকলেই ব্যস্ত তরুণীর পরিচয় খুঁজতে। সোশ্যাল মিডিয়ায় যুগে একজনের পরিচয় খুঁজতে বেশি সময় লাগে না। ওই তরুণীটি তো বেশ জনপ্রিয়

love khani (2)

love khani (2)

তরুণীর নাম ফিজা খান। যিনি সোশ্য়াল মিডিয়ায় জনপ্রিয় লাভ খানি নামে। ফিজা একজন জনপ্রিয় টিকটক স্টার এবং ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। ব্যাপক ফ্যান ফলোয়িং তাঁর 

মডেল, ব্লগার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফিজা খানের টিকটকে ২.৭ মিলিয়নের বেশি ফলোয়ার্স রয়েছে। ইনস্টাগ্রামেও ২ লাখের বেশি ফলোয়ার্স তাঁর। ফিজা পরিচিত ক্রিকেটপ্রেমী হিসেবেও

নিজেকে বিরাট কোহলির সবচেয়ে বড় ফ্যান হিসেবে দাবি করেন ফিজা। নিজের দেশের ব্যাটিং তারকা বাবর আজমের থেকেও এগিয়ে রাখেন বিরাটকে। কোহলিকে দূর থেকে ক্যামেরায় তুলে রেখেছেন ফিজা খান  

love khani (1)

love khani (1)

ফিজা খান ওরফে লাভ খানির বয়স ২৪ বছর। ১৯৯৬ সালে দুবাইয়ে জন্ম ফিজার। পাকিস্তান ও দুবাই দুটো জায়গাতেই থাকেন ফিজা। ২০২০ সালে লকডাউনের সময় টিকটকের জগতে প্রবেশ করেন।   

ক্রিকেট নিয়ে প্রবল উৎসাহী ফিজা দিনরাত বিরাট কোহলির স্বপ্ন দেখেন। ২০২০ সালে ট্রেন্ড ক্রিয়েটর অ্যাওয়ার্ডও জিতেছিলেন। ফিজা হলেন প্রথম সোশ্যাল মিডিয়া স্টার যিনি টেপবল টুর্নামেন্ট আয়োজন করেছিলেন