চন্দ্রপৃষ্ঠে ক্রিকেট! জাডেজার ৫ উইকেট 

27 August 2023

Pic credit -  Twitter

চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে গিয়েছে ভারত। চন্দ্রযান ৩-র সফল অবতরণে উচ্ছ্বসিত সারা দেশ। ঘোর কাটছে না দেশবাসীর। সত্যিই আমরা চাঁদে!  

চন্দ্রযান ৩-র সফল অবতরণের খুশির ছোঁয়া লেগেছে ক্রিকেটের আঙিনাতেও। ইসরোর সাফল্যে দেশের বর্তমান থেকে প্রাক্তন ক্রিকেটাররা উচ্ছ্বসিত

সচিন তেন্ডুলকর থেকে মহেন্দ্র সিং ধোনি, জসপ্রীত বুমরাদের চোখ গেঁথে ছিল টিভির পর্দায়। অবতরণ সফল হতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার ঝড় বয়েছে  

চাঁদে পৌঁছনোর আনন্দে দেশবাসী ও ইসরোকে শুভেচ্ছা জানান ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি ওয়াসিম জাফর। কিন্তু তাঁর টুইটে ছিল টুইস্ট

মজার ছলে চন্দ্রপৃষ্ঠকে ক্রিকেট পিচ কল্পনা করে টুইট করেন জাফর। চাঁদের 'পিচ রিপোর্ট' দেখে দলও বেছে নিয়েছেন তিনি

জাফর লিখেছেন, "অবশ্যই আগে ব্যাটিং করার মতো উইকেট। তিন স্পিনার, একজন জেনুইন পেসার ও একজন অলরাউন্ডার নিয়ে নামব।"

ওয়াসিম জাফরের এই ব্যতিক্রমী টুইট ভীষণ পছন্দ হয়েছে নেটিজেনদের। কমেন্ট বক্সে এই তিন স্পিনার, পেসার ও অলরাউন্ডার কে হবে তার আলোচনা করেছেন

একজন লেখেন, চাঁদে খেললে অবশ্যই পাঁচ উইকেট পাবেন স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। বলা বাহুল্য পুরোটাই মজার ছলে