পাক ম্যাচের জন্য বিরাটদের শুভেচ্ছা 'আফগান জালেবি'র...
10 September 2023
ইনি হলেন ওয়াজমা আয়োবি। ২০২২ সালের এশিয়া কাপের সময় আফগান টিমকে সমর্থন করতে স্টেডিয়ামে গিয়ে ভাইরাল হয়েছিলেন।
এ বারের এশিয়া কাপে সুপার ফোর পর্বে পাক ম্যাচের জন্য বিরাট কোহলিদের শুভেচ্ছা জানিয়ছেন এই 'আফগান জালেবি'...
চলতি এশিয়া কাপের গ্রপ পর্ব থেকে বিদায় নিয়েছিল আফগানিস্তান। নিজের দেশের হয়ে তাই গলা ফাটাতে পারছেন না ওয়াজমা আয়োবি।
এ বারের এশিয়া কাপ দেখতে পাকিস্তান ও শ্রীলঙ্কায় না গেলেও নিয়মিত ম্যাচের আপডেটে নজর রেখেছেন ওয়াজমা আয়োবি।
ওয়াজমা অতীতে জানিয়েছিলেন, তাঁর অন্যতম প্রিয় ক্রিকেটার বিরাট। এবং নিজের দেশ ছাড়া তাঁর দ্বিতীয় পছন্দের ক্রিকেট খেলিয়ে দেশ ভারত।
ওয়াজমার টুইটারে ঢুঁ মারলে দেখা যায়, তাঁকে একজন প্রশ্ন করেন, তিনি কলম্বোয় ম্যাচ দেখতে কেন যাননি? তিনি জানান, তাঁর করোনা হয়েছে। তাই বাড়ি থেকে নজর রেখেছেন ভারত-পাক ম্যাচে।
আফগানিস্তানের সুন্দরী ওয়াজমা আয়োবি দেশের পতাকা হাতে নিয়ে স্টেডিয়ামে যখনই পৌঁছে গিয়েছেন, তাঁর সুন্দর ছবি ছড়িয়েছে নেটদুনিয়ায়।
ওয়াজমা আয়োবি ক্রিকেট সম্পর্কে ওয়াকিবহাল। আফগান ক্রিকেট টিমের ম্যাচ থাকলে তাতে নজর রাখেন। সুযোগ পেলে স্টেডিয়ামেও যান খেলা দেখতে।
দেশের ক্রিকেটারদের সব সময় সমর্থন করেন ওয়াজমা আয়োবি। আইপিএলের সময় আফগান ক্রিকেটাররা যে টিমের হয়ে খেলেছিলেন, তাঁদেরও সমর্থন করেন তিনি। এ থেকেই বোঝা যায় তাঁর ক্রিকেট প্রীতির ব্যাপারে।