আফ্রিদি পরিবারে বইছে খুশির হাওয়া। আবার বিয়ের পিঁড়িতে পাকিস্তানের তারকা ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদি।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পাক কিংবদন্তি ক্রিকেটার শাহিন আফ্রিদির মেয়ে আনসার সঙ্গে বিয়ে হয়েছিল পাক ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদির।
দ্বিতীয় বার শাহিন আফ্রিদি বিয়ে করছেন বটে, কিন্তু পাত্রী একই রয়েছেন। অর্থাৎ শাহিদ আফ্রিদির মেয়ে আনসার সঙ্গেই ফের বিয়ে করছেন শাহিন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে শাহিদ আফ্রিদির বাড়িতে এক টেবলে বসে খাওয়া দাওয়া করছেন শাহিন শাহ।
ভাইরাল ভিডিয়ো মারফত জানা গিয়েছে, আনসার মেহেন্দি অনুষ্ঠানের পর শাহিন ও শাহিদের পরিবারের সদস্যরা এক টেবলে বসে খাওয়া দাওয়া করছেন।
শ্বশুর শাহিদ আফ্রিদি ও জামাই শাহিন শাহর একসঙ্গে বসে খাবার খাওয়ার ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
আজ, ১৯ সেপ্টেম্বর রাতে শাহিন শাহ আফ্রিদি এবং আনসা আফ্রিদির বিয়ে। প্রথম বারের থেকে এ বার আরও বেশি ধুমধাম করে বিয়ে করবেন শাহিন ও আনসা।
শাহিন আফ্রিদির দ্বিতীয় বিয়ের কারণ? তিনি জানান, প্রথম বার আনসার সময় দুই পরিবারের নিকট আত্মীয় এবং বন্ধুবান্ধবরা উপস্থিত ছিলেন। তাই তাঁরা চান দ্বিতীয়বার আরও বেশি আত্মীয়-স্বজনের উপস্থিতিতে বিয়ে করতে।